রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে আজ পুনঃ রচিত হলো "সাধারণ মেয়ে"
"সাধারণ মেয়ে"


চোখেতে আমার স্বপ্নের ঢল
বয়ে চলে অবিরল,
ময়ূরপঙ্খী ডানা মিলে
উড়ে চলে ধরাতল।
চন্দ্রিমা মাধুর্য্যে উজ্জ্বল চোখ মেলি,
শত আশা কত ব্যথা
কত গান কথাকলি।
নদী বহে হিল্লোলে হাসি গান কল্লোলে,
প্রজাপতি ডানা মিলে
নির্ঝরে চলি বয়ে;
ভুলে যাই হৃদ মনে
আমি-
আমি এক নিতান্ত সাধারন মেয়ে।


সদ্য তরুণী বিকশিত হৃদ
কাছে এলে তুমি,
হৃদয় ভোলাতে স্বপ্ন দেখালে
ধরিতে সে হাতখানি।
তরীতে বহিতে ত্বরিতো গতিতে
উছলিত হলো প্রান;
তোমাতে সঁপিতে হৃদখানি মোর
ধরিতে প্রেমের গান।
গগনেতে উড়ো মেখ বিহঙ্গ ডানা মেলা,
কলতানে কলতানে
মুখরিত বহে ভেলা।
তরঙ্গ হাসিগানে উলছিল হৃদমন
দুরন্ত চলি বেয়ে;
ভুলে যাই ভুলে যাই-
আমি-
আমি এক নিতান্ত সাধারন মেয়ে।


শত কত মোর মতো
ভুবনো গাহিতে বহিতে ধরা,
কোটি প্রাণ করিতে রোদন
রয়ে যায় সসাগরা।
আশাহত চূর চূর
হৃদয় ভাঙ্গিতে ভঙ্গুর খান খান,
বিষাক্ত ছোবলেতে কান্না জড়ানো
রিক্ত হাজারো প্রাণ।
ভুলে যাই শত ব্যথা
যুগ যুগ বঞ্চিত ইতিহাস;
কালেরো প্রবাহে দমনো করিতে
করিতে করুণ পরিহাস।
প্রজাপতি ডানা মিলে
নির্ঝরে চলি বয়ে;
ভুলে যাই হৃদ মনে-
আমি-
আমি এক নিতান্ত সাধারন মেয়ে।


দিন যায় ঘন হয়
তৃষিত হৃদয় মোর;
শত চুম্বনে উচ্ছল হৃদ
দৃঢ় তব বাহুডোর।
অবরোধ মুছে যায় বাঁধনের সীমানায়-
সঙ্গমে মেলে হৃদ
সুখ রতি কামনায়।
মাস যায় বৎসর কপোত সুখ স্বপ্ন সম;
শত আশা ভালোবাসা
সিঞ্চিত হৃদয় মম।


কালোমেঘ আসে ধেয়ে
নব প্রাণ গর্ভেতে ফুল;
প্রিয়তম লহ কাছে
সমাজ বিপদো সঙ্কুল।
কলঙ্ক ভাবনাতে হৃদ মন প্রাণ কাঁপে,
প্রিয়তম দিল বিষ
বিষাক্ত নিশ্বাসে।
কুলটা সে কহে মোরে-
দূর হতে দূর যায়;
শঙ্কা সে প্রাণে জাগে
কান্নায় কান্নায়।
ধরাতলে তল খুজি আকাশটা ভেঙ্গে গিয়ে,
মনে প্রাণ হৃদে জাগে
আমি-
আমি এক নিতান্ত সাধারণ মেয়ে।


গতি নাই গতি নাই
এ সমাজ সে চেতনায়;
কুলটা সে গালি রব-
যেন হৃদ প্রাণ ধায়।
বেদনাতে প্রাণ দ'লি ঈশ্বরে মিলনেতে,
আর তার পরে
তার পরে আমার নটেগাছটি মুড়োলো
স্বপ্ন আমার ফুরোল;
হায় রে হায় রে মেয়ে
বিধাতার পূন্য দান অপচয়ে।


প্রিয় কবি গোপাল চন্দ্র মহাশয়ের আজ প্রকাশিত "জীব সত্তা" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ভগবান


গাহিতে প্রভুর গুনগান ধরিতে নশ্বর প্রাণ,
ত্বরিতে চকিতে শিহরিত
প্রণাম ভগবান।
তোহারি দোয়া সে প্রাণ সে ধারা যে
অমৃত কথা;
তুহি সে করুণা দিলেন লিখিতে  
হাজার শতেক গাথা।
আহা! প্রভু সে বিরাজে দিল সে দরাজে
লিখিতে জীবন গতি,
আহা! আহা! অরুনো কান্তি দিব্য সৌম্য
ভগবান প্রজাপতি।
তুহি দেহ তুই বল তুহি পরমো পিতা-
তুহি হৃদ তুহি প্রাণ
ধন্য তুহিই মাতা।
তোহারি দুয়ারে দয়ালু তুহি যে
অন্ত মোহার প্রাণ-
গুনগান সুর তুলি সদা কন্ঠে মম;
করিতে তোহারি জয়োগান।


প্রিয় কবি রূPক মহাশয়ের আজ প্রকাশিত ই্ংরেজি কবিতা উল্টাকথার উত্ততে একটু আগেই কমেন্ট বক্সে লেখা কবিতা।
almighty


No cruelty could ever became
The king of the earth
They gone to vogue
In due course of time but
The truth and the sacrifice
To the suffering humanity
And for themselves self activity
Towards charity
Makes a human too high
To god almighty.