রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে পুনঃ রচিত হলো "বঙ্গমাতা"
"বঙ্গমাতা"


হে বঙ্গমাতা তব ললাট লিখন জাত ও জাতি
দিকে দিকে ক্রন্দন রোল ধর্মের ব্যাভিচারে
ক্রমানত শির মাতম মানায়
দিকে দিকে বজ্জাতি।
অলিন্দে অলিন্দে রবধ্বন্নি-ওঠে হাহাকার কান্না
দ্বারে দ্বারে ঘরে ঘরে দুখ জ্বালা বন্যা।
হিংস্রক অরাজক শত জ্বাল ফাঁদ বোনে
শত প্রাণ দীর্ণতা বুভুক্ষ দিনরাতে-
মৃত্যুর দিন গোনে।
ললাটেতে তব মাতা ধর্ষিতা লহু রং
সাধু বেশে ঘোরে ফেরে গিরগিট ধরা সং।
অশান্ত বায়ূ বহে ঘন রোল ব্যথা তাহে-বেদনাতে সিঞ্চিত
ভ্রষ্ট ও দুরাচারে আঘাতেতে বারে বারে
ললাটেতে সঞ্চিত।
অঞ্চল বহে লহু অনন্ত কান্না-
দিকে ফেরে হুঙ্কারে শত কত হায়না।
মা তোর কোমল বদন হেরিয়াছি ভূমি আমি
ফেটে ফেটে চৌচির কোমলো সে ঘরখানি।
জাগিতে মাতা হুঙ্কার দিতে রনচন্ডির রূপ ধরো
শ্রীহীন সন্তান দ্বারে-লাথ মেরে বেড় করো
পদতলে কুচলিত ত্রিশুল সে ঘাত বাণী
কোটি কোটি বাঙ্গালীরে হে কোমলো বঙ্গমাতা-
বাঙ্গালী করেছো-মানুষ করো নি।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "গরীবের সংসার" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
বাঁধ ভেঙ্গেছে


শুধোই ঈশ্বর এ কেমন সৃষ্টি তোমার
করুণা নিধি পিতামহ
করুণ গানে কান্না প্রাণে
হে প্রভু বাঁধ ভেঙ্গেছে-উত্তর দেহো
আজিকে উত্তর দেহো।


এক পৃথিবী আসমান গতি-ধরিতে চন্দ্র তারা
আর এক জীবন পথে ঘাটে লুটে
অবাক প্রভু নির্বাক নিরব ধরা।
এক গগনে উড়তে পাখি ধরতে শিসের গান
এক আকাশ ব্যথার সাগর আর এক জীবন
কেন তুমি ভগবান?


ব্যথিত হৃদয় কান্না অনেক-ধরিতে আমি কবি
শুধোই ঈশ্বর কোন সে পাষাণ
কোন সে যুগ?
তুই করুণাময়ী হবি।


এক ধরা এক প্রাণ একই স্বপ্ন গাথা
এক জীবন স্বর্ণ মহল গড়ে
আর এক জীবন আস্তাকুড়ে
জীবন করুণ ইতিকথা।


শুধোই ঈশ্বর এ কেমন সৃষ্টি তোমার
করুণা নিধি পিতামহ
করুণ গানে কান্না প্রাণে
হে প্রভু বাঁধ ভেঙ্গেছে-উত্তর দেহো
আজিকে উত্তর দেহো।


প্রিয় কবি অরন্য-(ভাবুক কবি) মহাশয়ের আজ প্রকাশিত "কলমের বিদ্রোহ" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
আগুন


মন হারিয়ে মসির দেশে ধরতে কলম গান
ধন্য কলম কলুষ লেখো
সমাজ সাবধান।
কলুষতার গন্ধ বিষে সমাজ যখন দিশেহারা
দীপ্ত তোমার বিদ্রোহেতে
লিখতে চলো মনোহরা।
তোমার লেখায় আগুন ঝরে হৃদানল ভরকে দাও
লক্ষ প্রাণে স্বাধীনতার
আগুন তুমি জ্বেলে দাও।
ভ্রষ্টাচারী দুরাচারী তোমার লেখায় থমকে দাঁড়ায়
দিক বিদিকে রব ধ্বনিতে-
দিশেহারা পথটি হারায়।
করুণ যেথায় আর্ত গরীব-তোমার লেখায় হৃদয় ঝরে
করুণ কাব্য রসের ধারা-
সমাজ জাগে ঘরে ঘরে।
দীপ্তি সুধা তোমার বাণে-সমাজ রীতি চমকে ওঠে
তরুন দলে তোমায় প্রভায়-
বিদ্রোহেরি বোলটি ফোটে।
সুখের দিনে মসির গানে পুঞ্জে পুঞ্জে অলির সে রব
নৃত্য গানে ভুবন ভরাও-
আনন্দেরি কলরব।
জ্বালতে প্রদীপ আলোক বানে-কলম তোমায় জানাই সেলাম
যুগ যুগেতে অমর তুমি-
হাজার শতেক তোমায় প্রণাম।


প্রিয় কবি মৌটুসি মিত্র গুহ (কেতকী) মহাশয়ার আজ প্রকাশিত "ইচ্ছেগুলো মনের সুখে" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ইচ্ছেমতি


ইচ্ছে আমার ইচ্ছেমতি-মাদল বাজে মন
ইচ্ছে ডানায় ভর করে যাই-
স্বর্গ তপোবন।
সেই বনের ওই পারিজাতে-হৃদয় আনে বান
বানভাসি ওই প্রাণ মনেতে-
ধরি সুখের গান।
তরঙ্গেতে লহরেতে স্বপ্ন অনেক পল যে বুনি
হৃদয় নাচে মন ছোটে মোর
নাচ রে টুনটুনি।
টোনাটুনির ঘর বারেতে বারিক সুখের নাইকো দেখা
ইচ্ছে ডানায় ভর করি তাই-
যায় না তা বারেক রোখা।
একরোখা সে ইচ্ছে আমার-যেমন তেমন ঢুলি
পরাণ জুরায় ইচ্ছে আমার-
সুর তোলে বুলবুলি।