রবি ঠাকুরের পর ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে পুনঃ রচিত হলো "অচেনা"
"অচেনা"


কতনা কাছেই রয়েছো তুমি তবুও তোমারে চিনিতে পারিনি
তোমারো আঁখিতে বেদনা ভুলেছি
কতনা উছল প্রাণ সে বয়েছি
স্রোতস্বিনী।
কতনা কাছেই বহিছো তুমি আকাশ হৃদয় প্রাণ সে ভরিয়া
বান সে প্রেম উছলিত ঢেউ তরঙ্গে মাতিয়া
বসিছো অন্তরঙ্গ আমাতেই সমাহিত।
তোমারো গগনো হৃদয় ভেদিয়া
সে হৃদ আকাশ বাতাসো বহিয়া
কোন সে করুণ সুর সে রাগিনী
আমি তো সে সুর চিনিতে পারিনি-ওগো বিদেশিনী।
তব চিত্তে হেরিয়া নিভৃতে
লোচনো পদ্মে কোন সে ধ্বনি
সহাস্য বদনেতে কোন সে আবরণী
কি দহনো লুকালে তুমি-
ওগো বিদেশিনী।
খুজিতে সে ধ্বনি করুণো রাগিনী আকাশ পাতাল ভ্রমি
করুণো সে বাস খুজিয়া ফিরিয়া
তোমারি নয়নে নয়ন হেরিয়া তোমারি হৃদয়ে হৃদয়ো মেলিয়া
অবগুন্ঠনে রচিলা সে কুহেলিকা
প্রহেলিকা সম বাণী ওগো স্রোতস্বিনী।
কতনা কাছেই রয়েছো তুমি তবুও তোমারে চিনিতে পারিনি
তোমারো আঁখিতে বেদনা ভুলেছি
কতনা উছল প্রাণ সে বয়েছি
স্রোতস্বিনী.


ভ্রান্তি


জাত পাত জাত পাত নাই নাই একটাই মন্ত্র
মুনষের বেশে মানুষের দেশে-কর্ম।
একই মন একই প্রাণ বুকে একই ভাষা
শিশুকাল বাল্যেতে-একই সরলতা।
জাত পাত ধর্ম শুধু মন ভ্রান্তি
জাত জোড় জাত জুড়ে শুধুই বিভ্রান্তি।
জঠরেতে কয় দিন শৈশব বাল্য
তারুণ্যে কতকাল সংসার সঙ্গ।
মায়া মোহ সংসার-কোনো জাতে গতি তার
নাই অবিচল-
হিন্দু কি মুসলিম-জৈন কি বৌদ্ধ
কিবা খিস্ট্রান।
মায়া ত্যাগে যেতে হবে ধরনীর তল
নাই জাত নাই পাত
জীবন তরল।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত "বড়ো কে?-(ব্যঙ্গ)" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
সম্মান


প্রশ্ন জাগে মনে সৎ হইলেই কি হার হাভাতে হইতে হয়
ডাল ভাতে রুজি রোজগারে প্রাণান্ত কি বইতে রয়।
কপাল ঠোকরাইয়া চাতক পক্ষির মতোই কইতে হয়
ফটিক বারি ফটিক বারি দহনে জ্বলন হৃদয়েতে বায়ুময়?


গোকুল ছিল রবির প্রাণ বৈকুন্ঠের উইল পরীক্ষায় ডাহা অসফল
লিখিত না সে কখনো করিয়া নকল-পরীক্ষক বৈকুন্ঠরে কহে
কতনা কহিলাম লেখ বাঁছাধন-কতনা করিলাম ঈশারা
তাহারি কারণে কতনা ঢিলে করে দিয়েছিলাম পাহারা।
বোকার হদ্দ সে দেখিল না বহি-লিখিতে সরব কলম
বৈকুন্ঠ সে তো মহাখুশি-ভুলিতে সে বিফলতা বেমালুম।


সত্যের জয় অনিবার্য সত্যান্বেষীর করিতে জয়োগান
ডালে ভাতে কাপড়েতে-অম্লান রহিতে সম্মান।
আজো আছে কাল ও আছে রহিতে যুগ যুগান্তর
স্বার্থান্বেষী কপট ছল কপটতা যুগ বহিবে নিরন্তর।


প্রিয় কবি "শ ম শহীদ" মহাশয়ের আসরে প্রকাশিত কবিতা "সাধু" র উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
সানাই


আহা! দাদুর আর গতি নাই বুঝলি কানাই
টিকি ধরে দিলেই টান
ধ্যান ট্যানা ট্যান বাজবে সানাই।
মুক্তোগুলি পরবে ঝরে
হিরে কিবা পান্না রে
দাঁত উপড়ে ফোকলা দাদু
মারের চোটে কাঁদবে রে।
সাধু সাধু বেশটা তো
রইবে নাকো পরবে দারি
তিন দুই এক জিরো
হামলা বলো তাড়াতাড়ি।