প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত চিত্রকর কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
সহজ তরল


জীবন যেথায় সহজ তরল চিত্ত যেথা লীন-
ভাবনা যেথায় হৃদয় চূরায়-ভক্তি অমলীন।
ধবল গিরি আকাশ নীল ঝর্ণা পাহার ঝোড়া-
ক্ষেত্র হরিৎ রং সে সোনা অবাক মনোহরা।
নিখিল ব্যোম পুঞ্জ মেঘের ঢল সে অবিরল-
শুভ্র কিরন আলোকমালা-রবির অবিচল।
জীবন যেথায় সহজ তরল চিত্ত যেথা লীন-
ভাবনা যেথায় হৃদয় চূরায়-ভক্তি অমলীন।
প্রভাত আলো রবির কিরন-স্নিগ্ধ তরল মতি-
শ্রাবণ ধারায় প্রাণ সে গান হরিৎ বরন ক্ষেতী।
রূপ সে ধরা সাঁজ সে প্রভা-রং গুলাবি মন-
প্রেম মদিরায় গহন সে ডুব-হৃদয় আনমন।
মুক্ত আকাশ মলয় বাতাস-কুল কুল বয় প্রাণ-
হৃদয় আকাশ প্রশান্তির ওই শান্ত প্রবাহন।
জীবন যেথায় সহজ তরল চিত্ত যেথা লীন-
ভাবনা যেথায় হৃদয় চূরায়-ভক্তি অমলীন।


ড. শাহানারা মশিউর মহাশয়ার আজ প্রকাশিত প্রাপ্তির তৃপ্তি (অনু-২) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
নির্বান


কি হবে অতৃপ্তি আর অহেতুক বেদনা সয়ে-
সময় তো যাবে বয়ে-একদিন-
একদিন চলে যেতে হবে-
অনন্ত অসীমের ডাকে-
নীল নীলিমায় মুক্ত গগনে বিহনে বিহনে-
জাগতিক মোহ মায়া দূরে রবে পরে।
কি হবে অতৃপ্তি আর অহেতুক বেদনা সয়ে-
সময় তো যাবে বয়ে-একদিন।
একদিন আপনো নিলয়ে মুক্ত বলয়ে-
হরষিত প্রফুল্ল নির্বান গতি-
মুখরিত ধরা প্রাণ মনোহরা-
বহিবে শুধুই ক্ষ্যাতি।
কি হবে অতৃপ্তি আর অহেতুক বেদনা সয়ে-
সময় তো যাবে বয়ে-একদিন.........!


আজাদ আলী কবিতা মজার দেশ(শিশুদের জন্য উপহার এই ছড়া কবিতাটি) র উত্তরে কমেন্ট বক্সে লেখা শিশুদের জন্য আমার কিছু উপহার।
আগডুম বাগডুম


আগডুম বাগডুম চল মিলি খেলা করি-
ন্যারা মাথা টাকলুর-চল মোরা পিছে পরি।
ভোটকাটা মোটকাটা বড় বেশি ঠোটকাটা-
ল্যাং মেরে ফেলে দিব-করে দেবো নাক ফাঁটা।
মিতালির ঝুল ফিতা-জোর করে কেড়ে নেব-
ভ্যা ভ্যা করে কেঁদে দেবে-দিয়ে দেব গিঁট দুটো।  
লাটাইটা নিয়ে চল-লেজ মারা ঘুড়ি দুটো-
কাঁচ দেওয়া মাঞ্জাতে-কেঁটে দেব সব সুতো।
ছিপ আর বরশিটা-কেঁচো বিঁধে মাছ মারা-
চল নারু দৌড়েতে চল যাই শীল ঝোড়া।
বাবা গেছে অফিসটা মা গেছে বাজারেতে-
চুপি চুপি চলে যাই-মাছ মারা ঝোড়াটাতে।


প্রিয় কবি সোমেন রায় মহাশয়ের আজ প্রকাশিত "প্রিয় সুতনয়া(দুই) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
গ্রহাণু


বহুদিন পর পেলে অমন অনুভূতি হতেই পারে।
দুচার দিনেই সয়ে যাবে তারপর-
যুযুধান পেল্লায় এক গ্রহাণু ধেয়ে আসছে-
আতঙ্কে পৃথিবী বাসি-
দুপায়াদের চোখে ঘুম নেই-আশঙ্কার কালো মেঘ-
কালবৈশাখীর পূর্বাভাস-
দুরু দুর বক্ষ-মাঝে মাঝেই বসুন্ধধা-
দুলে উঠছে তীব্র ভূমিকম্পে-
রিখটার স্কেলে প্রায় নয় ছুঁই ছুঁই-
অর্ধেক পৃথিবী ভেঙ্গে চুরে খান খান-নাহ!
এখন কাব্য নহে শুধুই-
অস্তিত্বের লড়াই।