প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের "কোথা সে আলয়" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
হাঃ হাঃ হাঃ


হাঃ হাঃ হাঃ হাসালেন প্রিয় কবি! হাঃ হাঃ হাঃ
এমনো কি হয় দেশ-এমন কি হয় প্রাণ-
যেথা নাই বিদ্বেষ হিংসার ভরা গান।
হাঃ হাঃ হাঃ হাসালেন প্রিয় কবি! হাঃ হাঃ হাঃ
সৃষ্টির আদি হতে-ভাবনা সে গরলেতে-
বায়ু বহে হিংস্রক-
শত ক্ষতো দংশনে বন্যতা বহে মনে-
দিকে দিকে দংশক।
হীনো মনে আপনারে-সদা উঁচু গতি চায়-
ধন মান ধান্যেতে-তামসিক গতি তায়।
হাঃ হাঃ হাঃ হাসালেন প্রিয় কবি! হাঃ হাঃ হাঃ
এমনো কি হয় দেশ-এমন কি হয় প্রাণ-
যেথা নাই বিদ্বেষ হিংসার ভরা গান।
বিদ্বেষ ভরা বিষ-দিকে দিকে শয়তান-
শেয়াল আর নেকরেতে-টানাটানি করে প্রাণ।
হায়নার হাসি ভরা-ক্রুরতার অবশেষ-
আপন সে নিজ গৃহ-কোথা নাই বিদ্বেষ!
হাঃ হাঃ হাঃ দেশে দেশে দিকে দিকে-যুযুধান যুদ্ধ-
ভালোবাসা! ভালোবাসা প্রেম ভাষা-
দ্বার সে তো রুদ্ধ।
সৃজিছে যে মহাপ্রভু-মহাপ্রাণ মানবেরে-
হতাসায় ভেঙ্গে পরে-দেখে দেখে দানবেরে।
তালে তাই তাল ঠুকি-প্রেম ভাষা বোঝা নাই-
ছলা কলা টনটনা-কামাইটা করা তাই।
জয়গুরু জয়গুরু-বহমান স্রোতে চলি-
পরপারে ক্ষমা কোরো-দীন প্রাণ ভুলগুলি।
পরকাল ভাবনায়-ভীত কেনো হব বলো-
হরিবোল হরিবোল-কেন দেব জলে বলো-
জাগতিক সুখ গুলো।
হাঃ হাঃ হাঃ হাসালেন কত্তা! হাঃ হাঃ হাঃ
এমনো কি হয় দেশ-এমন কি হয় প্রাণ-
যেথা নাই বিদ্বেষ হিংসার ভরা গান।


প্রিয় কবি প্রীতিশ চৌধুরী মহাশয়ের আজ প্রকাশিত "সেই হাসি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
হাসি


ঝলমলে মখমলে সেই হাসি-
প্রিয়তমা পকেট ফাঁকা করে দিয়ে-
মার্কেটিং করে দেবার পর-
মলের বাইরে ফুচকা খেতে খেতে-
প্রেমিকের সকরুণ হাসি।
প্রেম ভালোবাসায় ল্যাং খাবার পর-
বন্ধুবান্ধবের চোখা ঠাট্টার জবাবে-
প্রেমিকাকে তুচ্ছ দেখাবার প্রয়াসে-
প্রেমিকের সেই মনভোলানো হাসি।
লটারিতে বহু টাকা ওড়াবার পর-
করুণ জরাজীর্ন অবস্থায়-
ধন দৌলত বড় কিছুই নয়-
ভাবনায় পাবলিক ভোলাতে-
হৃদয় বিদারক হাসি।
হাসতে হাসতে জান যাবার উপক্রম।


প্রিয় কবি প্রশান্ত কুমার ঘোষ মহাশয়ের আজ প্রকাশিত "আমি অমিতাভ মালিক"কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
জিন্দাবাদ


এত বড় অপারেশান গুলি বন্ধুকের খেলা-
হিংস্র উন্মত্ত শার্দুল-
বিভেদকামী বর্হিদেশ যেখানে প্ররোচনা-
অস্ত্রের জোগান আর গোলাবারুদ রসদ-
কেন কেন কেন? নাই ঢাল তরোবারি-
নাই বুলেটপ্রুফ জ্যাকেট আর শিরস্ত্রাণ।
জবাব আছে কি কোনো?  
শহীদ অমিতাভ মালিক-
শতবার সে মস্তক চুমি-জননী জন্মভূমি-
সেলাম তোমায় বার বার।
তবুও যেন ব্যথাটা দূরীভূত হয় না-
কেন কেন কেন?
কোনো ছেদো যুক্তিতে এ প্রশ্নের জবাব মেলেনা।
না!আর কোনো ভাষা নেই-
তুমি বেঁচে থাকবে আমাদের হৃদয়ে মনে প্রাণে-
সাহস আর শৌর্যের প্রতীক হয়ে।
অমিতাভ মালিক জিন্দাবাদ।


প্রিয় কবি শ ম শহীদ মহাশয়ের "ওরে বোধন" কবিতায় উদ্বুদ্ধ হয়ে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
জয়গুরু


হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল-
হরিবোল হরিবোল-
গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীচৈতণ্য বাবা লোকনাথ-
সবাই ডাহা ফেল-
দুই চারটা কবিতা-লিখেই যদি বলি ওদের-
বলবে ওরা আঁতেল।
হরিবোল হরিবোল-জয়গুরু নিত্যানন্দ-
যে যেমন আছে থাকনা-
বেকার কেনো শুনবো গালি-
ছাগল গরু মাগনা।।
জয়গুরু জয়গুরু।