প্রিয় কবি ড. শাহানারা মশিউর মহাশয়ার আজ প্রকাশিত জিঞ্জাসা কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
হে ঈশ্বর


পাপের পৃথিবী ঘোর কলিকাল-ষড়যন্ত্র মুখরিত ধরা-
দুয়ে দুয়ে পাঁচ-পাঁচে চারে দশ-
পাপিষ্ট লোভিষ্ট্ররা।
অজ্ঞান মন কলুষিত হৃদ-ছলা কলা গতি ধায়-
মানুষের বেশে গিরগিটি ভেষে-
দিকে দিকে অন্যায়।
সুর বীণা থেমে যায়-দিকে দিকে রুঢতায়-রুধিত কোমল নিঃশ্বাস-
দূর বহুদূর প্রেম প্রীতি ভালোবাসা-
চুর চুর বিশ্বাস।
রাবণেতে ভরা দেশ-ঘন কালো বিদ্বেষ-আকাশটা ভেঙ্গে পরে-
হাহাকার ধ্বনিরব মুমুর্ষ দেশ জাতি-
বেদনা সে দ্বারে দ্বারে।
শান্তির বাণী কাঁদে আর্ত সে ধ্বনিরবে-শান্তির নোবেলেতে-
রোহিঙ্গা দীনো প্রাণ আপনো সে নিজভূমে-
বুলেট আর বেয়নেটে।।
হাহাকার জাগে মনে-কেঁটে যায় তাল লয়-
ধরাধামে নেমে এসো-
হে ঈশ্বর করুণাময়।


প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার  মহাশয়ের আজ প্রকাশিত "কালের করাল রূপ" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
অপমৃত্যু


চেতনার অপমৃত্যু! বিবেক রহিত সমাজ তাই-
দিকে দিকে দিকে দিকে করাল সে ভূম তাই।
যেদিকে তাকাই অস্ত রবি ঘনঘোর কুয়াসা-
রক্ষ রিপু দত্যি দানা গহীনো ঘন তমসা-
গরল সে বিষনদ তীক্ষ্ন সে ধ্বনি তোলে-
ধরনীতে কোনে কোনে-যুদ্ধ সে রোল তোলে।
দিগন্তে মানবতা যেন ধরা ছোয়া নাই-
ক্রুর সে নখ দাঁত দানবতা সীমা নাই।
দেশে দেশে দিকে দিকে দিকে অস্ত্রের ঝলকানি-
হিংসা ও বিদ্বেষে হালে নাই নাই পানি।
ভয়ভীত জনগন দেশ হতে পলায়ন দিশাহীন দশদিকে-
নিপীরনে নিজ ভূমে-বিষাক্ত সে চাহুনিতে।
শিবিরেতে শিবিরেতে শিশু মাতা কাঁদে প্রাণ-
হাহাকার ধ্বনিরব-হাত পেতে নিতে ত্রাণ।
বেদনায় ভরে বুক দুচোখেতে বহে ধারা-
হে ঈশ্বর নেমে এসো নেমে এসো-ধরাভূমে আসো ত্বরা।


প্রিয় কবি খসা হক মহাশয়ের আসরে প্রকাশিত "দুইটি কলি" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
প্রত্যয়


মাতাল হাওয়া বইছে মনে-টাল মাটালে দুইটি পা-
এমন কেমন খঞ্জনেতে-দিতেই প্রবল দারুন ঘা।
চক্ষু মুদি প্রমাদ গুনি-শন শনানি গুঞ্জনেতে-
কুঞ্জবনে মাতাল হাওয়া-পুঞ্জে পুঞ্জে কুঞ্জনেতে।
ঝড় আঁদি তুফান জোলো-দিতেই পাড়ি পারাবার-
বইতে তবু বৈঠাখানি-নাইকো কিছুই হারাবার।
উথাল পাথাল দারুন রণে-কাঁপতে হৃদ পরান মতি-
খঞ্জনেতে ঘর্ষণেতে-হতেই যদি সদগতি।
তাও কি বারিক-খানিক কণা-অবশিষ্ট রয়েই যায়-
ধরতে বায়ু আকাশ গতি-শূন্য হৃদে পূর্ণতায়।


প্রিয় কবি রঞ্জন গিরি মহাশয়ের আজ প্রকাশিত "মদ্যপ" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
(ফাউ কবিতা)
নেশা


নে…….শা ধরে গেল মদের ছড়ায়-ডাবল ডাবল দেখি বে-
গা গুলায় মাথা ঘুরে-বোতল পরে যাচ্ছে রে।
রে বুলবুল তুই ও কেন এদিক সেদিক ঢুলিস বে-
এই কবিতায় ডুবে গিয়ে-তোর  কি নেশা হল রে।
পা টলমল চক্ষু লাল-রাস্তাপানে দেখনা বে-
ফুলঝুড়ি গাল লাল টুসটুস-এদিক পানেই আসছে রে।
রে বুলবুল শিস বাজা না-ধরতে কেন পারিস না-
এত্তো নেশা এই কবিতায়-চলতে গেলে পরিস না।
কবি তুমি লিখবে রোজ-মদ গাঁজা আর ভাং-
নেশায় বুঁদ আমরা হব-করবো জয়গান।