প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত হাওয়ায় ভরা বেলুন-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
অম্বল


এমন দেশ চোখের জল-যেথায় শুধুই সম্বল-
রুটি কাপড় মাকান যেথা-ঢেকুর ওঠে অম্বল।
কম্বল তো দুরের কথা-ছেঁড়া কাঁথার নাই ঠিকানা-
চোখের জলে জীবন ভাসে-আস্তাকুরে দিতেই হানা।
ধন্য দেশ ধন্য মাতা-বুলেট ট্রেনের বুলেট গতি-
করতে মা ধরতে মানা-দীনো জনের দুর্গতি।
আহা! আহা! ওঁ স্বাহা স্বাহা-দুর্গা মায়ের রূপটি দারুন-
দেখতে মাতা-দেখলি কি তুই-দীন দুঃখী কি নিদারুন।
বুকটি তোর ফাটলো কি মা-সোনার কাপড় জড়িয়ে তুই-
কিলো কিলো সোনার মুকুট-এমন ধরা কেমন ভুঁই।
ধনীর ধনের পূজায় তোর-দারুন করুণ দেখছি মা-রে-
আনাচ কোনাচ দুঃখ দলন-বারেক ঘুড়েও দেখলি না-রে।
দুহাত জোর করছি মাতা-চাইছি না তো ভিক্ষা অরুণ-
সে বল বুকে ধরতে ধরায়-করতে দূর এমন করুণ।
সেদিন ধরায় বইবে আলোক-গাইতে পাখি মধুর গান-
দীন দুঃখীর দুঃখ নেব-ধরতে সুখের কলতান।


জঙ্গি পনা


বুলবুল তুই গেলি কই সকাল সকাল ধমক খেলাম-
নিয়ম ভাঙ্গার স্বভাব খানি-তাইতো এমন সবক পেলাম।
এই সকালে এই বেলাতে-স্কুলের কথা আসলো মনে-
কত বার গার্জিয়ান কল-স্কুলের নিয়ম ভাঙ্গছি বলে।
তাও ভালো কি-জানিস বুল-টি সি তো আর দেয় নাই-
লেখা পড়ায় ছিলাম ভালোই-তাই খেদায় দেয় নাই।
তাই তো কিছু শিক্ষা পেলাম-পেন কালি তাই লিখতে পারি-
নইলে ক খ-এ বি সি ডি-জীবন ভর পরতো দারি।
চল বুলবুল শপথ নেই-বয়স তো কম হলো না-
এই বয়সে নিয়ম ভাঙ্গা-খেলাখেলি ভালো না।
আবার তুই শিস বাজালি-ভাবলি কি তুই পারবো না!
বক্র হাসি হাসলি রে তুই-যেমন তেমন ভাবখানা।
কি করি ভাই-ঈশ্বরই-এমন গড়ে দিলেন আমায়-
ছট পটানি স্বভাব খানি-চট পটানি জঙ্গি পনায়।
তাও তো বুল দেখ বলি ভাই-হানি কারক করি নাই-
বাঁধতে আমায় নিয়ম করে-এমন কোনো দড়ি নাই।
এই দুনিয়ায় দুদিন জীবন-হাসতে খেলে চলতে চাই-
আজ হতে তাই শপথ নিলাম-নিয়ম ভাঙ্গা ভাঙ্গি নাই।


প্রিয়কবি ড. প্রীতিশ চৌধুরী মহাশয়ের গতকাল প্রকাশিত ভূমিকম্প কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
ঐক্যবল


বুলবুলি তুই কাঁপলি নাকি-আমি তো রে কাঁপি নাই-
তুই কি দিলি! আমি তো ভাই-অঞ্জলিটা দেই নাই।
কাঁপাকাঁপির সিন নাই তো-প্যান্ডেলেতে যাই নাই-
বুলবুলি তুই মদনা আমি-ঘুড়তে কোথাও যাই নাই।
যাব কেন বল বুলবুল-আসতে মা ভাসিয়ে দিল-
হাজার মানুষ দুর্গতিতে-ভাসিয়ে নিল বাড়িগুলো।
আরাকানের ওই কোনাতে-সু চি র সেনা মারতে মানুষ-
থাকতে মাতা দৈব ত্রিশুল-বল বুলবুল মিথ্যা ফানুস।
মাটির ঢেলা মা কে আর-জীবন ভর পূজতে মানা-
তুই বুলবুল বদল কর-আমার সাথে মন ঠিকানা।
সেই দেশেতে হারিয়ে যাব যেথার ধরায় কাঁপতে মানা-
বুলবুল তুই যোগার কর-সেই দেশরই কোন ঠিকানা।
যেথায় হানাহানি নাই-হিংসা দ্বেষ কপট ছল-
এমন দেশ এই ধরাতে-কোথায় আছে আমায় বল।
নাই পেলিনা দেশটি এমন-চল বুলবুল বানাই মোরা-
কাঁপতে মানা দেশটি বানাই-স্বর্ণ আলোক জ্যোছনা ধরা।
যেথায় নদী কল কল কল-নাইরে কোনো নাইরে ছল-
জীবন ধারা সরল তরল-সাম্যতারই ঐক্যবল।