প্রিয় কবি অনীক মজুমদার মহাশয়ের আজ প্রকাশিত উৎসাহ কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
শ্রদ্ধাঞ্জলি


তোমাদের ভালোবাসা জেনো মোর প্রাণ ধন-
তোমাদের ভাষা বুলি বুকে ধরি সম্বল।
যা দেখি তা লিখে যাই-হৃদয়েতে আসে যা-
বুঝি নাই এতে করে-হয়ে যাবে কবিতা।
তোমাদের ভালোবাসা জেনো মোর প্রাণ ধন-
যেন বুকে বল পাই-ভালোবাসা ইন্ধন।
আমি কবি হব ভাবে-ভাবনাতে ভাবি নাই-
আসরটা এসে যেন-ভাব মোরে ছাড়ে নাই।
দিবানিশি কেন যেন-ভাবনাতে ডুবে যাই-
হাবুডুবু কবিতাতে-যেন ফেরাফেরি নাই।
হেরাফেরি ছলা কলা-বুঝি নাই অতশত-
যেন ফনা তোলে কথা-কবিতায় উদ্যত।
ভানুকর আলো দেয়-প্রজাপতি ডানা মেলে-
আশপাশে বাঁধে মোরে-শৃঙ্খলে শৃঙ্খলে।
জোর করে বারে বারে-তারে আমি পূজা করি-
কবিতার রিনিঝিনি-যিনি দেন হাতকরি।
তোমাদের ভালোবাসা জেনো মোর প্রাণ ধন-
তোমাদের ভাষা বুলি বুকে ধরি সম্বল।
যা দেখি তা লিখে যাই-হৃদয়েতে আসে যা-
বুঝি নাই এতে করে-হয়ে যাবে কবিতা।


আলোচনা বিভাগে প্রিয় কবি শাহীন নীল মহাশয়ের "শ্রদ্ধেয় কবি গন" প্রশস্তি কথার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
কবিতাই


ছোট বড় কিছু নাই-কবিতাই কবিতাই-
কবি তাই কবি তাই-জোর করে দুই হাতে-
সাম্যের গান গাই।
কভূ উল্লাসে মেতে উঠি-কভু অশ্রুতে বানভাসি-
কবিতাই ভালোবাসি-যেন সখী এলোকেশী।
দুর্বার দুর্জয় অরন্য গহীনেতে-
দুস্তর পারাবার লহরেতে ছবি এঁকে-
এঁকে বেঁকে এঁকে বেঁকে-
সর্পিল ঘুরপথে-অরন্য রোদনেতে-
কভু উল্লাসে প্রেমে মেতে-
কবিতাই প্রাণ ধন।
তুমি কবি লিখে চলো-আকাশটা হৃদে তোলো-
ভালোবেসে সুর তোল-কবিতার জয়োগান।
ছোট বড় ভেদাভেদ-
হবে নাকো অজ্ঞান।
ছোট বড় কিছু নাই-কবিতাই কবিতাই-
কবি তাই কবি তাই-জোর করে দুই হাতে-
সাম্যের গান গাই।


প্রিয়কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত শাসকের শখ-(ব্যঙ্গ) কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
নেতা


আরে দাদা নেতা হওয়া-এমন তেমন সোজা নাকি-
অনেক কলা শিখতে হয়-দেশ জনগন দিতে ফাঁকি।
নাঁকি সুরের বাজনা কেনো-ভোলবাজি দি দিল দুনিয়া-
তারস্বরে চেচান কেনো-মন্ত্রী হলাম ভোট গুনিয়া।
গুনগুনিয়া দিলাম কথা-কশম কি দিলাম নাকি!
তাইলে পরে এখন কেমন-বলেন কেনো দিলাম ফাঁকি।
কচকচিয়া ঘচ ঘচিয়া-অনেক টাকা দিলাম ঢেলে-
হা পিত্তিস করেন কেন-নিলাম যদি আবার টেনে।
পাঁচটি বছর মাত্র হাতে-হরহরিয়ে কেটে যাবে-
তার পরেতে বেচতে কলা-এমন দশা আমার হবে!
নেত্র লোচন বন্ধ রাখুন-বাঁচলে আপন বাপের নাম-
কেন এমন দিন দুপুরে-পুকুর খুড়ে অপমান।