Sanjay Karmakar
  · 2d  ·


দুখ তো রবি তপ্ত লোহিত
পুড়ায় যতেক আবর্জনা,
আবর্জনার অন্ত কালে
সুখ মিলে নয় কল্পনা।


ঈশান কোণে বাজলো মাদল
আয় রে সুখের গড় গড়ি,
দুখের সাগর ভালোবেসে
দেই রে সুখে গড়াগড়ি।


আজ যা কালো তাহাই আলো
বিধির বিধান মন্ত্রণা,
গড়তে খাঁটি সোনার ভুবন
দেন রে অনেক যন্ত্রণা।


লিপ্ত কালি জীবন রেখা
অবুঝ হেথায় মানুষ ও রে!
বিষয় আশয় ধনের নেশায়
দানব যেমন জীবন গড়ে।


সেই গড়ে দেন অনল তিনি
দুখের লহর সাগর তোড়ে,
ফিরান মতি তার ওই প্রীতি
ইহাই রীতি শোন রে নরে।