ছোট বেলায় আমরা যখন ছোট ঘুড়ি ওড়াতাম তাতে একটা লেজ লাগিয়ে দিতাম। ছোট ঘুড়ির মত যখন উত্তরে উত্তরের তুলনায় ছোট ঘুড়ি ওড়াচ্ছি তাই আজকের "দুটি কলি" ছোট ঘুড়িতে একটা লেজ লাগিয়ে দিয়েছি "শান্তি নোবেল" ছোট ঘুড়িটা তাহলে ভাল উড়বে।


প্রিয় কবি গোপাল চন্দ্র মহাশয়ের আসরে প্রকাশিত ভিত কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
হরিবোল


নড়বড়ে ভিত শান্তি নাই-দেশ ও জাতি কাঁদে-
দেশ বিদেশে সংখ্যালঘু-মরছে নানান ফাঁদে।
দেশ দুনিয়া ছল চাতুরি-খান্তি কামাই নাই-
অনেক জ্বালা শোষণ আর বঞ্চনাই পাই।
ভোট নীতি রাজনীতি ওই কূটনৈতিক চালে-
দাবার বোরে এদিক ওদিক ওদের বোলচালে।
বেকার যুবক কাজ নাই-পয়সা টাকা কড়ি-
অনেক শোষণ বঞ্চনাতে-সন্ত্রাস দল গড়ি।
দারুন ঘৃণার দৃষ্টি ওদের-সমাজ কানুন মানে না-
রাজনীতি ওদের খেলায়-আমরা বলি মানি না।
ভিত লড়বড় নেতা সেতা-গুন্ডা রাঘব বোয়াল-
জনগন গরু গাধা-তুচ্ছ সেয়ান শেয়াল।
এমনি করেই বইছি জীবন-কান্না ধরি বুকে-
বল হরিবোল বোল ওঠে-রইতে নারি সুখে।
এই মেনেছি কপাল মোদের-নাই কোনো শোক তাপ
ধরতে জীবন হার মেনেছি-ওরাই মোদের বাপ।


প্রিয় কবি মল্লিকা রায় মহাশয়ার গতকাল প্রকাশিত english poetry "the confession" কবিতার উত্তরে কমেন্ট বক্সে লেখা কবিতা।
dwell


tough very tough what u ask me for
my lord!  my family speaking loudly and
desperately seeking to earn god!
no never! which are u thinking is not but
the money they love.
money is god for themselves they love in-
why should they cry and fall in-
the street child to peak up.
they like to ignore themselves very much-
rarely they could think besides money-
why should they think of poor jimmi!
me a doll before themselves-
though have feelings but at all-
compel to give up otherwise-
they may put me to hell-
i so keep my heart shut up-
and dwell.


শান্তি নোবেল


দাউদ ইব্রাহিম কে শান্তির নোবেল দিলেই ল্যাটা চুকে যেত-
এক পৃথিবীর দুঃখ কিছুটা হলেও লাঘব হতো।
তাও পারেনি তাও পারেনি
সু চি-র  দেশে মারছে যত।
লাদেন তো মরেই গেছে-তাকে নিয়ে ভাবার নাই-
আং সাং ফাং আছে যত-
এদের নিয়েই চিন্তা তাই।
কিম কম না-তাকেও দেওয়া উচিত ছিল-
শান্তি নোবেল প্রাইজটা-
রক্ত বান শক্ত প্রাণ-
ঝরতে প্রাণ জীবনটা।