Sanjay Karmakar
FebS9rpuary c15h a6at 2cn:72l5t PM3are5d0  ·
"এলোকেশী"


বসে আছি পথ স্বপ্নের দেশে
কবে এলোকেশী দৃষ্টির বশে
সুধা ঘন তার চেয়ে আছি দ্বার
ছলকে ছলকে ভূলোক ও দ্যুলোকে
আসিবে পরাণে মোর।


সাগরে গরজে বাদলে নিনাদে
বহিতেছে বায় মন্দ মলয়ে
কালো মেঘে তার আজি হারাবার
সজলো নয়নে সঘন ফেনিলে
মলিনতা ছায় আজিকে অনিলে
গরজে নিনাদ তার।
চপলা হরিণী তোমারে চিনি নি
চিনেছি হৃদয় তব; অনুভবে তাই
রিনিঝিনি পাই, আঁখির পাতের নভঃ।
আজিকে আকুল সে হৃদ ব্যাকুল
লভিতে তোমারে চাই।


আজিকে ফাগুনে সে আঁচ আগুনে
বসন্তের ওই ক্ষণ; এসো এসো সখী
সঁপিতে পরান, আর না মানিতে মন।
পরম আমার ধন।
তোমারি বিহনে বিরহী লগনে
ফাগুনের নাই সুর; মননে মানসে
শূন্য সে পাত বেদনা বিধুর।
ও মন, থেকো নাকো আর দূর।
থেকো নাকো আর
দূর।