এসে গেছে, বসন্ত এসে গেছে


এসে গেছে, বসন্ত এসে গেছে
কুহু কুহু ডাক শুনি;
শীত বুড়ি তার তেজ নেই আর
ভাবনার জাল বুনি।


ঈশান কোনে বাজলো মাদল
শিবের চতুর্দশী,
মন খুলে আজ দোলের খেলায়
সবাই হাসি খুশি।


পাল তুলে ওই চলছে ডিঙি
প্রাণের খেলায় মাতি;
রঙ নিয়ে আয় প্রেমের দোলায়
আঁচল প্রেমের পাতি।


এসে গেছে, বসন্ত এসে গেছে


ব্রজবাসী সবে গোকুল মাতিলো
কানাই এর বাঁশী রবে,
বাধ্য কী আজ বাঁধায় আনত!
বল্গা বিহীন সবে।


এসে গেছে, বসন্ত এসে গেছে
কুহু কুহু ডাক শুনি;
শীত বুড়ি তার তেজ নেই আর
ভাবনার জাল বুনি।


এসে গেছে, বসন্ত এসে গেছে।