Active
Sanjay Karmakar
  · dSnooeprst1h2tigc78 gltrh7im1585235s1i82u0  ·


বিযুক্তি্র ওই উত্তাপে হৃদ, ব্যগ্রতার ওই গ্রাসে
অভিসৃতির দ্বার দুয়ারে, এ মন তাঁর ঐ বশে।
অনল যেরূপ পুড়ায় সকল; দাবানলে তাঁর,
আজ কী সখী, দহন জ্বালায়, প্রেম কী সে তার হার?
প্রেম কী সে তার হার?
বিনির্মাণের উদ্দীপনায়; বিকম্পিত মন,
আশঁসনে তোমার ধ্যানে; কালবোশেখির সন।
বইছে বায়ু প্রবল বেগে; তীব্র তার ঐ রাগে,
বজ্র আদি, বাদল ঝোড়ো, প্রলয় সমান তেজে।
সখী, প্রলয় সমান তেজে।
ভাঙছে গৃহ, ভাঙছে তরু, ভাঙছে সোনার খেতি,
নষ্ট প্রেমের ভ্রষ্ট দুয়ার, তোমার আমার প্রীতি।
বাদল যেমন, বাঁধ ভেঙে জল, প্রলয় রচে বান,
কোন সে পাপে, ভাঙলো এ হৃদ, প্রেমের অবসান?
সখী, প্রেমের অবসান?
রক্ত হোলি, খেলছে সকল, অঙ্গ যে মোর আজ,
রুদ্র রূপের, ধ্বজা তুলে, ধরছে রণের সাজ।
বলনা সখী, বৈঠা কেনই, নাই রে তোর ওই বশে,
কী পেলি মন, বলনা আমায়, প্রেমিক এ মন নাশে!!
সখী, প্রেমিক এ মন নাশে?