Active
Sanjay Karmakar
  · sotpnrdeoS4ha25g2h2821hr16uc000cm4uis5h0 a  ·


কটির সে দেশ, নাজুক কোমল, দৃষ্টি হরে তথা,
স্তন যুগলে, ঘূর্ণি সে বায়, বিহঙ্গের ওই গাথা।
নিতম্বের ওই নাভির নমন, নীলাচলের দেশ,
বাদল কালো, গগন শোভায়, দারুন তোমার কেশ।
সখী, দারুন তোমার কেশ।
পাগল প্রেমি, তোমার ভূমি, চুমতে ও মন চায়,
ভুবন মাঝি, বৈঠা সে লও, ভিরাও তোমার নাও।
প্রেমের গাঙে, গগন চুমে, বইতে সে নাও মন,
ভুবন ভুলে, গাইছি তোমায়, করছি আরাধন।
সখী, করছি আরাধন।
তন্দ্রা যখন, জড়ায় জমিন, স্বপ্নে তুমি আসো,
আলিঙ্গনে আমার বেঁধে, অনেক ভালোবাসো।
ছুটলে সে ঘুম, ধরায় আগুন, দু-চোখ ভাসে চোখ,
বর্ষা যেমন, ঝড়ায় এ মন, তীব্র তোমার শোক।
সখী তীব্র তোমার শোক।
দহন জ্বালায়, পুড়ছে এ মন, তোমার অভিলাষে,
অবন্তিকা, আসবে কী আজ, বসবে কী আজ পাশে।
দীঘল আঁখির পাতেই তোমার, জীবন আমার রাধা,
তোমার বীণেই, ধন্য এ মন, আমার হাসা কাঁদা।
সখী, আমার হাসা কাঁদা।