Active
Sanjay Karmakar
  · 14 hrs  ·


উদ্বেলতায়, উতল এ মন, শয়নে স্বপনে কাঁদে,
কাঁটার মুকুরে, সাজালে এ মন, সখী; বলো কোন অপরাধে?
বলো কোন অপরাধেে?
প্রতিভাসে হৃদ, ভাবনা বিবিধ, শায়িত সজ্জা পর,
উপাধানে নাই, স্বস্তি খানিকো, লাঘবে বেদনা তাঁর।
প্রসূন আজিকে, পীযুষ বিহনে, নীরসে পীড়িত অলি,
ভ্রমেতে এ মন, স্বপনে তোমারি,
গাহিতেছে কথাকলি।গাহিতেছে কথাকলি।
বেদনার বান, সদা বহমান, ক্ষুধিত পৃথ্বী পর,
তোমা বিনে হায়, নিঃস্ব এ প্রাণ, কেহ নাহি আপনার।
জীবন আজিকে জীবন্মৃতয়, রুক্ষ মরুর প'রে,
কর্কশ বোল, করে কলরোল, বায়সেতে মন দ্বারে।
বায়সেতে মন দ্বারে।
উদ্বেলতায়, উতল এ মন, শয়নে স্বপনে কাঁদে,  
কাঁটার মুকুরে, সাজালে এ মন, সখী; বলো কোন অপরাধে?
বলো কোন অপরাধেে?


সাড়া দাও সাড়া দাও; ওগো বৈতরণীর মাঝি,
তোমারি বিহনে গোপন রোদনে,
ম্রিয়মাণ মন আজি।
সাড়া দাও সাড়া দাও, অবন্তিকা; ওগো বৈতরণীর মাঝি।