Active
Sanjay Karmakar
  · osSnts64hi01fhrfu31t3 91c  ·


অবন্তিকা, উন্মত্ত কালবৈশাখীর ঝড়ের তান্ডবে,
ধ্বংস হয়ে যাচ্ছে, আমার হৃদয় বাগিচায় লালিত,
স্বপ্নের গোলাপ কলি্র গুচ্ছসকল।
বেদনাসিক্ত হৃদয়ের রক্ত ক্ষরণে, ক্ষণে ক্ষণে মিশ্রিত হচ্ছে,
কার্বন ডাই অক্সাইড আর আর্সেনিকে্র,
গাঢ় বিষাদময় নির্যাস।
চিরহরিত বসন্তের স্বপ্নের দেশ, দাবানলের উগ্র অনলে ভস্মীভূত প্রায়।
চাঁদের জ্যোৎস্নায় ঝলসে যাচ্ছে, মন অন্ত:পুরের বাতায়ন,
অবন্তিকা,তোমার উপলব্ধির আতুর গৃহ,
রুদ্ধ কেন হে আজ!!
তুমি তো হারেম বাসিনী, নমনীয় সুললিত হৃদ মননা।
তবে কেন? কেন কেন, এই বিড়ম্বনা? তুমি তো কথা দিয়েছিলে অবন্তিকা।
আলিঙ্গনে চুম্বনরত ওষ্ঠে, উদ্ভাসনে ,
দিয়েছিলে, প্রেমের মহল গড়ার প্রতিশ্রুতি।
তা কী ছিল শুধুই ছলনার বিষময় বারতা!
আমি বিশ্বাস করে নে তা, আমি বিশ্বাস করি না অবন্তিকা।
আই লাভ ইউ অবন্তিকা, আই লাভ ইউ।
প্লিজ সাড়া দাও, সাড়া দাও,
অবন্তিকা।