Active
Sanjay Karmakar
  · edopntSorscaltl a1u1728hgri19l075s8fufa6cf  ·


মাঝির বিহনে, সন্তরণে, দিক ভোলা পথ হারা,
ভ্রষ্ট দিশায়, বিচরণে নাও, ক্ষয়িত ও দিশেহারা।
গহীনেতে মনে, তব আচরণে, ভ্রমিছে নরক দ্বার,
নৈতিকতায় হে মোর মিতা, হবে কী প্রেমের হার!
হবে কী প্রেমের হার!
কুজ্ঝটিকার, উদ্ঘাটিকায়; পরাহত প্রাণ কাঁদে,
নৈরাশার ওই, পেষণকরণে, প্রেম তারি কাল ফাঁদে,
মহানিশা তাঁর, ফেলায়েছে দ্বার, কাজলকালির দেশ,
অভিলাষী মন, সে দেশ গমন, আশা তারি অবশেষ।
আশা তারি অবশেষ।
গোকুলে আজিকে, নাই রে বাঁশরি, রাধা বিনে পথ চলা,
সহিতে না পায়, নেহের স্খলন, নিষ্ঠুরতার খেলা।
ক্রোধিত,  বিষাদিত কভু, ধ্বংসের গাহে গীতি,
আবেশিত মন, তব এ নীত'য়, ভীষণ সে তার গতি।
ভীষণ সে তার গতি।
তৃণ কী সে তাঁর, শবনম তাঁর, হয় কী স্খলন তাঁর,
দিবসেতে হায়! কেহ কারো নয়, ঊষায় চুমায় দ্বার।
হে মোর সহেলী, করিছো পহেলী, ঊষারি পানেতে চেয়ে,
লগ্ন সে ক্ষণ, হবে আগমন, আসিবে সুরভি লয়ে!!
আসিবে সুরভি লয়ে!


সাড়া দাও সাড়া দাও; ওগো বৈতরণীর মাঝি,
তোমারি বিহনে গোপন রোদনে,
ম্রিয়মাণ মন আজি।
সাড়া দাও সাড়া দাও, অবন্তিকা; ওগো বৈতরণীর মাঝি।