Active
Sanjay Karmakar
  · oSdgfch2rh01ghs81hfgu   ·


তুমি আমার চন্দ্র, সূর্য, গ্রহ তারা, হরাভরা ভুমন্ডল,
ঘোর ঠান্ডায়,তুমি আমার রাতের, মোলায়েম কম্বল।
যদিও তোমার তাপিত অঙ্গ, সঙ্গ দিলে,
ডিসেম্বর মাসের গাঢ় শীতেও আমি, দরদর করে ঘামতে থাকব।
অবন্তিকা, তোমার ঊরুসন্ধি, আমার স্বপ্নের দেশ,
তোমার সুডোল বক্ষে লুক্কায়িত, আমার ছন্নছাড়া জীবন।
সঙ্গম সুখের কল্পনায়, দিশেহারা আমার মন।
অবন্তিকা, দেরি নয় আর, সময় যে বয়ে যায়।
কপোত সুখের বাতাসে ভাসছে, আমার বাতায়ন, হৃদয় দ্বার।
তাই তো তোমায় ডাকি, বারে বার।
তুমি মুসলিম আমি হিন্দু, তবে জেনো, আমি ধর্ম মানিনা,
গরুর মাংস আমার সাধের আহার, কত খেয়েছি,
মানব ধর্ম ছাড়া, আমার আর কোন ধর্ম নেই, অবন্তিকা।
এসো ধর্মের শাসন, বাঁধন আজ ভেঙে ফেলে দেই।
অবন্তিকা, ফোন বেজে উঠলেই, হৃদয় আমার জেগে উঠছে আজ,
বেদনার সাইক্লোনে, পর মুহূর্তেই, তা ভেঙে চুরে, খানখান হয়ে যাচ্ছে,
তোমার নয়, সে ফোন ব্যবসার, কোনো ক্লায়েন্টের।
বিরক্তির বিরূপ প্রকাশে আমি আজ দিশেহারা,
প্লিজ, ফোন দাও অবন্তিকা,
প্লিজ প্লিজ।


Sanjay Karmakar
  · oodreSs3a4t3h93l3rfa23g s21  ·
চিঁপাচিপি খেলা


তাই নাকি! সবই ফাঁকি, চিঁপাচিপি খেলা,
খেলে দেয় সব্বাই, লেগে আছে মেলা।
মিছিমিছি কানামাছি,
প্রাণ গেলে তবে বাঁচি,
দিনে খাই লোকদের, রাতে বিবি দেয় ঠ্যালা।