Active
Sanjay Karmakar
  · nrotSosepdmu930c9f1u5ium5 if33un11lusmii48  ·


তোর ওই চপল, চোখের বালি, কেনই রে মন বল,
কোন সে হিমেল,পরশ সে তল, ক্রোধের নিবারণ!! `
পাষাণ হ'লি, ব্যথাই দিলি, বিদ্বেষের ওই বানে,  
ধরিত্রীর ওই, সোহাগ সোনায়, বিষাদ দিলি মনে।
সখী, বিষাদ দিলি মনে।
ব্যপ্ত গরল, শিরায় শিরায়, বইছে সে ঝড় বেগে,
স্বস্তিকরণ, হয় না এ হৃদ, গাইছে করুণ রাগে।
অন্ধ যেমন, যষ্টি তার ঐ, পথ চলা তার দায়,
তোর বিহনে, বলনা সখী, বইবো সে পথ হায়!
সখী, বইবো সে পথ হায়!!
আয়; আয়না সখী পঙ্খ মেলি, মোহিনীর ওই বেশে,
আয় না ও প্রাণ, বিভায় ভরি, মোর ওই প্রেমের দেশে।
কান্তি কোমল, অঙ্গে তোর ওই, হৃদয় আমার বাঁধা,
তোর বিহনে, নাই রে জীবন, তুই যে প্রাণের  রাধা।
তুই যে প্রাণের রাধা।
মন যমুনার, পঙ্কে তোর ওই, প্রেমের ফাঁদে প্রাণ,
গাইছি আজি, ও মন মাঝি, নীত'য় তোর ওই গান।
নিষ্ঠুরতার, বর্বরতার, বর্ম সে ঢাল তোর,
আঁধার তমায়, মন আজি মোর, ব্যপ্ত ঘনঘোর।
সখী, ব্যপ্ত ঘনঘোর।
আয়না সখী পঙ্খ মেলি, মোহিনীর ওই বেশে,
আয় না ও প্রাণ, বিভায় ভরি, মোর ওই প্রেমের দেশে।
মোর ওই প্রেমের দেশে।