Sanjay Karmakar
  · 6 h  ·


অসহায় মন করিছে বরণ, শোকাহত প্রাণ দেশ,
বাতাসে বাহিত, সে শোক রঁজকে, বেদনার সন্দেশ।
নীরবে নিশীথে, নিথরে আঁখিতে, বাহিত রুধির ধারা,
সাধিত সমনে, হারাবার বীণে, সুপ্তি আজিকে হারা।
সখী, সুপ্তি আজিকে হারা।
শ্মশানের রাজ, করিতেছে আজ, মৃতভূত জীবাকাশে,
ঘানি সে টানিছে, প্রেমেরি নিলয়, নিরালায় কৃতদাসে।
ঘূর্ণনে তাঁর, ছিন্ন সে হার, জীর্ণ পরাণ তাঁরি, এসো;
নহে আর দূর, রাঙাতে সিঁদুর, বহিতে প্রেমের তরী।
সখী, বহিতে প্রেমের তরী।
গরজে বাদলে অশনি চমকে, নীরদেতে একাকার,
সে নাদ জলদে, ঝলকে বিজুলি, অশোকের চাহে দ্বার।
তুফানে গগনে, রাগ সে আগুনে, বাদলে ঝরিছে শোক,
খোলো খোলো দ্বার, দ্বারকা দুয়ার, সঙ্গম আজি হোক।
সখী,সঙ্গম আজি হোক।
সহিতে এ মন, সাধিত সমন, নাহি নাহি পারি আর,
পরাহত হৃদ, পরাভবে তাঁর, পুড়িতেছে বার বার।
এ লয় নিলয়, রুধিতে প্রলয়, এসো এসো সখী আজি,
রণভেরী তাঁর, ঢঙ্কা বাহার, উঠিছে আজিকে বাজি।
সখী, উঠিছে আজিকে বাজি।


অসহায় মন করিছে বরণ, শোকাহত প্রাণ দেশ,
বাতাসে বাহিত, সে শোক রঁজকে, বেদনার সন্দেশ।
নীরবে নিশীথে, নিথরে আঁখিতে, বাহিত রুধির ধারা,
সাধিত সমনে, হারাবার বীণে, সুপ্তি আজিকে হারা।
সখী, সুপ্তি আজিকে হারা।