Sanjay Karmakar
  · dSonptresot59Jc0g:156lP6fi31aug0aln6Ma3ue  ·


হাসলে ভুবন, হাসির ছোঁয়ায়, কমল খেলে কলি,
গুঞ্জরণে, মন মদিরায়, ভাসতে আমি চলি।
মন মোহিনী, হীরক দ্যুতি, দন্ত শোভায় তাঁর,
প্রেমিক এ মন, আভায় তাঁরি, বাইতে চলে দাঁড়।
সখী, বাইতে চলে দাঁড়।
দ্বারকার ঐ দেশের রানি, পরম সে ধন তুমি,
আত্মশ্লাঘায়, বইছে কী বায়, তোমার মনোভূমি!
ঐশী প্রেমের নদের খাতে, জহর কী আজ ঢালো?
কোন সে পাপের, সাজায় সখী, ও মন আমায় বলো।
ও মন আমায় বলো।
জ্যোৎস্না আলোক, নাই কো ভুবন, কাজল কালি আজি,
মেঘের আড়াল, হতেই কী আজ, বইছো সে নাও মাঝি?
আজ কী সখী, হাস্যরত, আড়াল হতেই হাসো,
বারতা পেলেম, বলছে জলদ , আমায় ভালোবাসো।
সখী, আমায় ভালোবাসো।
বিলাপ মুখর, হৃদ ও; এ-মন, মানতে নাহি চায়,
দূর হতে দূর, গেলেই চলে, ভিন্ন সে স্রোত নায়।
বিষাদ কণা, তুলছে ফণা, গর্জনেতে ভারি,
মন মাঝি মার্গ, সঠিক দিশায়, ভিড়াও তোমার তরী।
অবন্তিকা, ভিড়াও তোমার তরী।