Sanjay Karmakar
dosnrpetoScuo9n8w34m3t 10s362J  ·


আজকে আকাশ, স্নিগ্ধ বাতাস, প্রেমের শিহরণ,
স্পন্দনেতে জাগলো এ হৃদ, শান্ত আজি মন,
বসন্তের ওই ছোঁয়াচ তায়ে, ফল্গু বহে প্রাণে,
আজ যে সখী, জাগলো সে হৃদ, আমার বাতায়নে।
ওরে, আমার বাতায়নে।
শঙ্খ বাজা, ঊলুর ধ্বনি, আন রে বরণ ডালি,
আজ সকাসে বিভায় তাঁর ঐ, শিউলি; ও জুঁই-বেলি।
তড়িৎ আজি নাই রে আকাশ, প্রশান্তির ওই বায়,
জতুগৃহের নাই রে অনল, দাবানলে তায়,
ওরে, অন্ত রে আজ লয়।
ঊর্মিরাজি শীতল আজি, কমল খেলে কলি,
গুঞ্জরনে উদ্যানেতে, খেলছে ভ্রমর অলি,
নায়ের দিশায়, মত্ত নেশায়, ভ্রষ্ট নহে পথ,
তরল সুধায়, ভরলো এ হৃদ, পূর্ণ মনোরথ।
ওরে, পূর্ণ মনোরথ।
বাঞ্ছা আজি পুরণ তাহে, নাই রে ব্যথায় প্রাণ,
আজ দুজনে কুঞ্জ বনে, গাইছি প্রেমের গান।
অমরাবতী, তার তীরেতে, ভবের হাটের মাঝি,
স্বপ্নালোকে চারণ তাহে, জ্বলছে আতসবাজি।
ওরে, জ্বলছে আতসবাজি।


আজকে আকাশ, স্নিগ্ধ বাতাস, প্রেমের শিহরণ,
স্পন্দনেতে জাগলো এ হৃদ, শান্ত আজি মন,
বসন্তের ওই ছোঁয়াচ তায়ে, ফল্গু বহে প্রাণে,
আজ যে সখী, জাগলো সে হৃদ, আমার বাতায়নে।
ওরে, আমার বাতায়নে।