ঘাতক বাড়িতে, পারি না সহিতে, দিশাহীন পথহারা,
সন্তাপে মন, যুঝিতে সে রণ, কাঁদিতেছে জীব তারা।
কলঙ্কের ওই, চাঁদের দেশে, প্রহারে সে জীব ধন,
রুধিরে বাহিত, সে নায় নিলয়, হাহাকারে বয় প্রাণ।
সখী, হাহাকারে বয় প্রাণ।
করালতা গ্রাসে, গ্রাসিত মেদিনী, সুখহরা প্রাণঘাতী,
সুপ্ত কামনা জাগিতেছে হৃদ, নৃশংসতায় প্রীতি।
পাশবিকতায়, নিষ্ঠুরতায়, হিংস্রতা গ্রাসে মন,
কভু বা রোদনে, আপনার সনে, প্রেমের ই আকর্ষণ।
সখী, প্রেমের ই আকর্ষণ।
বর্ণ বিধায়, জটিল ধাঁধায়, ধাবমান জীব তারা,
সংশয় কভু সংস্রব; হিংস্র, কভু পথহারা।
আপনার লয়ে আপনি বিরোধে,বন্ধুর পথ চলা,
প্রেমের সে গড় গড়িতে ভুবন, আয় রে এই বেলা।
সখী, আয় রে এই বেলা।
পুষ্পিত বন, করিছে রোদন, বিষাদিত দলে দলে,
তোর ওই বিহনে, কাঁদে আনমনে, বিরহে শিশির ফেলে।
শবনমে তাঁর, বেদনা বিহার, ক্ষণিকের নাই স্থিতি,
সিন্ধু ফেলায়ে, বিন্দুর পানে, আয় রে আজিকে ছুটি।
সখী, আয় রে আজিকে ছুটি।


ঘাতক বাড়িতে, পারি না সহিতে, দিশাহীন পথহারা,
সন্তাপে মন, যুঝিতে সে রণ, কাঁদিতেছে জীব তারা।
কলঙ্কের ওই, চাঁদের দেশে, প্রহারে সে জীব ধন,
রুধিরে বাহিত, সে নায় নিলয়, হাহাকারে বয় প্রাণ।
সখী, হাহাকারে বয় প্রাণ।