Sanjay Karmakar
tFe1Sbilr52uuiom8ary sor015  ·


ভালোবাসা প্রেম মধুময় কাল
মোহময়ী তার রূপ
কোণে কোণে রণ শিওরে সমন
নাহি আজি অপরূপ।


কাঁদিছে ধরণী কাঁদিছে মাতায়ে
কাঁদিতেছে দেশমাতা
নীরবে বাহিত অশ্রু সঘনো
কেহ নাহি আজি ত্রাতা।


লেখনী আজিকে রক্তিম হৃদ
লোহিতে রাঙায়ে কাল
দিকে দিকে ফেরে মানবতা হরে
ইবলিস তার দল।


তারি মাঝে বয় আপনার লয়
প্রেমের আকর তায়
ভালোবাসা প্রেম তারি ধরা হেম
ফল্গু সে তার বয়।


প্রেমিক ও প্রেমিকা জায়া ও মাতায়ে
শিশু ও জননী প্রাণ
জেগে রয় প্রেম কভূ নহে হীন
অক্ষয় অম্লান।


(ইউক্রেনে ভীষণ যুদ্ধের মধ্যে এক প্রেমিক যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন,  রেজিস্ট্রি ও সেলিব্রেশন করেছেন এবং স্থির করেছেন তারা ইউক্রেনের মাটিতেই থাকবেন। সেটাই এই কবিতার ইন্সপিরেশন।)