পাগল এ মন বুঝতে নারে, প্রগলভতার খেলা
দণ্ড কেনই দিস রে সখী, আন রে বরণ ডালা।
তোর ওই দিশায় চাইতে সখী, আঁধার ঘনায় আঁখি,
কোন সে পাষাণ, কেনই অবুঝ, তোর ওই মনোপাখি!!
সখী, তোর ওই মনোপাখি।
এক সাগরের অথই তলে, নিমজ্জিত মন,
তোর বিনে হৃদ, বইতে নারি, তুই যে পরম ধন।
নগ সম তোর কেনই মতি, রক্ত ঝরাস বুকে,
আমায় ফেলে, বল না সখী, থাকিস সে কোন সুখে?
সখী, থাকিস সে কোন সুখে?
মুক্তো মানিক রত্ন রাজি, চাইলে দিব জান,
তোর তরে মন মরতে রাজি, বিকিয়ে ধন আর মান।
চাঁদ তারা আর বিভাবসু, আকাশ নভঃ ক্ষিতি
চাইছে আজি, দু হাত ফেলায়, তোর আর আমার প্রীতি।
সখী, তোর আর আমার প্রীতি।
শুনতে কী পাস, বলছে বাতাস, শন শন শন রবে,
উৎপীড়ণে, মোর ওই সনে, অস্তিরতায় সবে।
গগন বিহার, তোর ওই প্রহার, রুদ্ধ কারায় আজি,
আর নয় দূর, প্রেমের সুর, ধর রে ও মন মাঝি।
ধর রে ও মন মাঝি।


(লেখাটি সরাসরি এখানেই লেখলাম)