“নিম্ন প্রভা”


হিংসাকাতর আত্মমুখী আত্মশ্লাঘায় মেতে
সংগ্রাম এক জীবন নাম
হিংসা আর দ্বেষে।
সৃজন হরা জাহান্নম, বিভেদকামীর দল
হিংসা ও দ্বেষ বানায় নরক,
ভুলেছে বিবেক তল।
ক্ষমতার ভোগ মজ্জাগত, লিপ্সাতে মন মেতে
আজ ধরাতল নিম্ন প্রভা
খল সে মানব খাতে।
আহাম্মকি ধর্ম আজি, বিভেদ বহে বহু
বিদ্বেষ বিষ জাহান্নমে
গনগনে আঁচ লহু।
হিংসাকাতর আত্মমুখী আত্মশ্লাগায় মেতে
সংগ্রাম এক জীবন নাম
হিংসা আর দ্বেষে।
সৃজন হরা জাহান্নম বিভেদকামীর দল
হিংসা ও দ্বেষ বানায় নরক,
ভুলে সে বিবেক তল।
জীবন সং-গ্রামের এক নাম-
খল সে মানব দানব মতি
রচিত মহান দান।

“রঙ্গ”


কতনা রঙ্গ হেরিনু নয়ন দহন প্রদাহ জ্বালা
প্রাণের মেলাতে এলোকেশে ভেসে
প্রনয় দুঃখ ভেলা।
ভেলায় সাগর পার করি মান কুড়ায়ে পথের ধূলি,
ধূলি ধূসরিত অঙ্গবরণো
পথের নিশান ভুলি।
হারায়ে সে পথ জীবন সাগরে লহর তুফান অতি,
হলাহল বাঢ় নিশিথ ঘন
অশনি চপলা মতি।
হাল ভাঙা পাল বৈঠা মাঝি তীব্র তুফান ভারি
ভব দরিয়ায় বইছে ডিঙ্গি
আঁচ সে হৃদয় ধরি।
আঁচলতলে দে না মাগো দু পল ধরি আঁখ,
সইতে মা'গো কান্না অনেক
হিংস্র কঠিন বাঁক।
ভেলায় সাগর পার করি মান কুড়ায়ে পথের ধূলি,
ধূলি ধূসরিত অঙ্গবরণো
পথের নিশান ভুলি।
কতনা রঙ্গ হেরিনু নয়ন দহন প্রদাহ জ্বালা
প্রাণের মেলাতে এলোকেশে ভেসে
প্রনয় দুঃখ ভেলা।


“রোশনাই”


সূর্য্যিমামা অস্তাচলে টুকটুকে লাল বর্ণ তার,
আঁধার হলো মশার গানে বন্ধ এবার
করো দ্বার।
হ্যাজাক বাতি হ্যারিকেনের কিংবা কুপি এখন নাই
ঝলমলিয়ে হাজার ওয়াট ঘরটা করো
রোশনাই।
বুঝলে বাছা, বাছা বাছা, শব্দবুলির এখন চল
জব্দ হলে খোল করতাল রঙ্গ নাচের
মুখরা ঢল।
বুদ্ধিগোড়ে দিতেই ধোয়া, চিন্তা কেন কত্তা কর,
দিন দরোগায় ত্রীনাথ পতি বলি আমায়
রক্ষা ধর।
হাঁসফাঁসেতে যাচ্ছে জীবন কোতল হতে কাব্যে ভাই,
সরগরমে হীম করা প্রাণ বাতিক যেন
যাচ্ছেতাই।