“স্বাগতম”


আজি বৈশাখে ঘনায়ে বাদল ঘন ঘোর ঘটাজাল
আজিকে লহর তুফান মাতিলো
বন্ধ্যা আঁচল তল।
তরুশাখদল দুলে দুলে পল ভূমিতে লুটায় শাখ
ভৈরব ঘোর কালো আঁধারিত
বজ্রের হাঁকডাক।
চমকিত শত অশনিত বাঢ় উদিছে করাল রেখা,
কাল হলো দিক বজ্র আঁধিতে
যায়না দিশার দেখা।
শোই শোই রব তীব্র গতি উড়ায়ে ঘূরায়ে চলে
রাম রাম যপ যপিতে কানাই
রব সে হরিবোলে।
বল সে তুফান ধরাশায়ী প্রাণ বৃক্ষ লতার সারি
ঘর সে চালা নাই রে গতি
ছিড়তে দড়া দড়ি।
তবুও সে পল স্বাগতম প্রাণ জীর্ণ উড়ায়ে আলো,
বৈশাখ হে এসো এসো দ্বার
বাসিব তোমার
ভালো।


“তাজ”


আজিকে দুয়ারে কান্নাতে প্রাণ শত গ্লানি অপমান,
আজিকে দুয়ায় রুদ্ধ দ্বেষেতে
হরিতে আপনো প্রাণ।
কুঞ্জবনেতে ভ্রমর ভুলিছে শঙ্কা জাগিছে প্রাণ,
ঢঙ্কা আজিকে রক্ত তুফানে
দীর্ণ মানবো গান।
চৌদিকে রবে রাঙালি চোখেতে পাষাণ দানোবো পশে
দস্যুর বেশে বস্ত্র হরণী
দানব কপটো ভেষে।
অশ্রু কমলে রক্তের বান দিশা নাই-দিশা নাই আজ,
রক্ত বীজেতে কপট ছলেতে
হিংস্র বারুদে রাজ।
দেশে দেশে আজি লাজেতে মরমে রুদ্ধ মাতারই বোল,
চৌদিকে রব রক্ত ফেনিতে
বেনীতে রোদন রোল।
জয়োগান আজ গাহিতে ধরাতে মুষ্ঠিতে ধরি হাত,
চলো বীর চলো আজি,
তুফানো হানিতে ঘাত।
ক্রন্দন রোল হরিতে মায়ের ভগ্নী সখার লাজ,
হানিতে সবল শক্ত ছোবল
ধরিতে মাতার তাজ।
আজিকে দুয়ারে কান্নাতে প্রাণ শত গ্লানি অপমান,
আজিকে দুয়ায় রুদ্ধ দ্বেষেতে
হরিতে আপনো প্রাণ।
কুঞ্জবনেতে ভ্রমর ভুলিছে শঙ্কা জাগিছে প্রাণ,
ঢঙ্কা আজিকে রক্ত তুফানে
দীর্ণ মানবো গান।
দীর্ণ মানবো গান, দীর্ণ মানবো গান,
দীর্ণ মানবো গান।


“অ যমুনা যাবি কি'না বল”


অ যমুনা আমার কথা একটু বিচার কর,
অ যমুনা তরে লইয়া, বাঁধবো
আপন ঘর।
তরে লইয়া স্বপ্নে বিভোর রাতিত কান্দে প্রাণ,
কোলবালিশের তলায় খুজি
তর প্রাণেরই গান।
অ যমুনা আমার কথা একটু বিচার কর,
অ যমুনা তরে লইয়া, বাঁধবো
আপন ঘর।
তরে লইয়ে চান্দে যামু মামুক নিব সাত,
তুই আর আমি ফুক মারামু
মামাক দিব লাথ।
মামু রানবে মুড়িঘন্ট চিংড়ি মাছের চচ্চরি,
তুই আর আমি চন্দ্রাকাশে
করবো রে খুব উড়া-
উরি।
অ যমুনা আমার প্রাণ যাবি কি'না বল,
আমার বাপের আরব টাকা
লোকের আছে বল।  
ও যমুনা তুই যাবি কি'না বল।
আইলে তো ভাই বাঁইচা গেলি নাইলে উড়ায় নিমু,
আমার বাপের মহলেতে
দাসীর কাম দিমু।
উঠতে খোঁটা বইতে খোঁটা খুটায় দিমু ঘাঁ,
আয় না সই পরান জুরায়
ধরছি তোর ওই পা।
নাইলে তোর ওই কোমল বদন এসিড দিমু ঢাইলা,
আর জীবনে পাইবি নারে,
মুখরা যাব পুইড়া।
পই পই তাই কইছি গানে আইলা আমায় মনটা দে,
রঙ্গ তোর ওই শরীর খানি
মনটা আমার কাঁদছে রে।
অ যমুনা তর ওই ধারায়, আজ আমারে বয় না সই,
চল না আজ চন্দ্রলোকে, আর দিশাতে
বইতে রই।
অ যমুনা আমার কথা একটু বিচার কর,
অ যমুনা তরে লইয়া, বাঁধবো
আপন ঘর।