“কিশলয়ের গান”


আজি শাখে, বৈশাখে, নব্য দিশায় প্রাণ
উড়ায়ে ধূলি-বাতাস আঁধি
কিশলয়ের গান।(2)
আজি শাকে, বৈশাখে, নব্য দিশায় প্রাণ
গোধুলী লগন খুলি বাতায়ন-ঝিরঝিরে প্রাণ হাওয়া,
বইতে লহর লগন সুখের
স্বপ্নে মাতোয়ারা। (2)
ও সই স্বপ্নে মাতোয়ারা।
গাইতে কোকিল মধুর বোলে-সুবাস বহে বাটি,
সুখের দোলে প্রেম পিরিতের
নাগর প্রাণে মাতি।
আজি শাকে, বৈশাখে, নব্য দিশায় প্রাণ
উড়ায়ে ধূলি-বাতাস আঁধি
কিশলয়ের গান।(2)
আজি শাকে, বৈশাখে, নব্য দিশায় প্রাণ।


“শ্বাপদ”


অশান্ত পল,হিংসা লোল্যুপ, ক্রন্দন অবিরল
বহিছে লোল্যুপ বেদনায় গান
হিংস্র বায়ুর ঢল।
হায়নার ধ্বনি দিকে দিকে শুনি খর বায়ু বহে বেগে,
রিক্ত সোপান মানবতা গান
কুয়াসার আবেশেতে।
যুদ্ধের পল লহরে চপল রক্ত নদীর বান
গনগনে দেশ হিংস্র সে বেশ
শান্তি হরা গান।
অশান্ত পল, হিংসা লোল্যুপ, ক্রন্দন অবিরল
বহিছে লোল্যুপ বেদনায় গান
হিংস্র বায়ুর ঢল।
ডুবছে জাতি, দিবা রাতি, তমায় আঁধার ঘেরা,
শ্বাপদ যখ দন্ত ও নখ, চৌদিকেতে
ভরা।
হায়নার ধ্বনি দিকে দিকে শুনি খর বায়ু বহে বেগে,
রিক্ত সোপান মানবতা গান
কুয়াসার আবেশেতে।
দীপ্তির শিখা জ্ঞানের আলোকে দাওগো আজিকে সাথ,
মাগিছে মাতা দু-কর জোড়েতে
জড়াতে প্রেমের হাত।


“আঁখরা”


আঁখরা বাবার ধাম সুবিশাল ভক্ত অনেক সারি,
দিকে দিকে রব ধ্বজা তাহার
ছলনার কারবারী।
মুক্ত দানিতে মূরখো প্রণীতে দরগায় দরবেশ
হিল্লোলে বয় সুরের সুধা
শান্তি সমাবেশ।
পশ্চাতে তার ভেকধারী রূপ তমায় আঁধার কালো,
রঙ সে বাহার গুলাব আতর
নাই সে থান আলো।
আঁখরা বাবার ধাম সুবিশাল ভক্ত অনেক সারি,
দিকে দিকে রব ধ্বজা তাহার
ছলনার কারবারী।
সাধুর বেশেতে চাঁদের দেশেতে চাতুরিতে ভরা প্রান,
ভক্ত যোনিতে ভক্তির গীতে
রসনায় গড়া গান।
মুক্ত দানিতে মূরখো প্রণীতে দরগায় দরবেশ
হিল্লোলে বয় সুরের সুধা
শান্তি সমাবেশ।
পশ্চাতে তার ভেকধারী রূপ তমায় আঁধার কালো,
রঙ সে বাহার গুলাব আতর
নাই সে থান আলো।