“একদিন”


একদিন, একদিন একদিন
রইবে না ওই জীর্ণ কায়া
রবের মহিমায়,
ভৈরবে প্রাণ মিলতে দিশা
তারই গরিমায়।একদিন, একদিন।
রইবে না ওই জীর্ণ কায়া
রবের মহিমায়, একদিন, একদিন।
ধনের মোহে কাঁদলি ধরা
আজলা পেতে রো্স,
কাজলা রোষের তুফান বারি
রইল না তোর হোষ।
বিদ্বেষ বীণ আর বাজালি
গাইলি না তুই মানব গান,
অঞ্জন হৃদ তমায় কালো
ভেকধারী প্রাণ শয়তান।
ভেকধারী প্রাণ শয়তান।
লোভ ছল আর হিংসা দ্বেষে
ফানুস ওড়াস গগন তল,
জানলি না'রে তার মহিমায়
স্বর্গ নরক আর পাতাল।
স্বর্গ নরক আর পাতাল।
একদিন, একদিন একদিন
রইবে না ওই জীর্ণ কায়া
রবের মহিমায়,
ভৈরবে প্রাণ মিলতে দিশা
তারই গরিমায়।একদিন, একদিন।
রইবে না ওই জীর্ণ কায়া
রবের মহিমায়, একদিন, একদিন।


“বৈশাখী হাত”


আজি বৈশাখে, বৈশাখী হাত মিলতে লগন
ডাগর প্রেমের মেলা,
নাচ গানে দে ভরিয়ে ভুবন
গড়তে এই বেলা।
বাজিয়ে বেনু প্রাণ মিতালি
কুঞ্জবিতান অলির গান,
আজ সকাসে প্রেম বাতায়ন
নাই রে সখী নাই উচট্টন।
নাই রে সখী নাই উচাতন।
আজি বৈশাখে, আজি বৈশাখে
বৈশাখী হাত মিলতে লগন
ডাগর প্রেমের মেলা,
দে ভাসিয়ে দে না গগন
লগন প্রেমের ভেলা।
বাজিয়ে বেলু প্রাণ মিতালি
কুঞ্জবিতান অলির গান,
আজ সকাসে প্রেম বাতায়ন
নাই রে সখী নাই উচাটন।
আজি বৈশাখে, আজি বৈশাখে;
ওরে ওই পুষ্প কলি
দল মিলে আজ ফুল ফুটালি,
প্রেমের সুবাস ভরিয়ে ভুবন
নাই ছলনার কথাকলি।
নাই ছলনার কথাকলি।
আজি বৈশাখে, বৈশাখী হাত মিলতে লগন
ডাগর প্রেমের মেলা,
নাচ গানে দে ভরিয়ে ভুবন
গড়তে এই বেলা।


“রক্তচোষা”


দংশনে ক্ষত রক্ত ঝরে
দানব সমাজ মতি,  
দফন করে থেতলে মাথা
দারুন কেরামতি।
ও ভাই করুন পরিনতি। ও ভাই করুন পরিনতি।
দল গড়ে ভাই রক্তচোষা
দশদিশা তে রাজ,
দন্ত নখে হ্যাচর মারে
দূষণ ছড়ায় আজ।
ও ভাই নাইকো শরম লাজ। ও ভাই নাইকো শরম লাজ।
দুঁধের দাঁত তাও পরেনি
দলন কি'বা বোঝে,
দয়া মায়া নাই রে কিছুই
দন্ত তারেই খোঁজে।
ও ভাই হৃদ ফেঁটে যায় লাজে। ও ভাই হৃদ ফেঁটে যায় লাজে।
দংশনে ক্ষত রক্ত ঝরে
দানব সমাজ মতি,  
দফন করে থেতলে মাথা
দারুন কেরামতি।
ও ভাই করুণ পরিনতি। ও ভাই করুণ পরিনতি।