“নৃপতি”


অল্প কয়দিনের জীবন জানিনা কেন বোঝেনা জনমন,
জানে বুড়াকালে নাই গতি, তাও
যৌবন আর তারুণ্যে ভাবে
নৃপতি।
হাঃ হাঃ হাঃ আমি বুঝেছি সকল ক্লেশের দ্বার;
আমি বুঝেছি ভ্রমেতে সংসার;
তাই তো মনেতে নিয়েছি কৌপিন-
তার সে দেশের
দ্বার। আমি,
চিনেছি স্বর্গের সে দ্বার আমি-জেনেছি আমি মৃত,
সত্তা আমার যুগ যুগ কাল-
তাই পরিমিত।
কুলীন সমাজ না মানে তা ভ্রমেতে রাহিতে চলে,
আঁকরি দ্বেষেতে প্রাণেতে বহিতে
বিষয়েতে মন
বহে।
আমিন, মিলেছি আমি জান্নাতে রব, খোদার স্নেহেতে রই,
গাঁথিতে মালাতে কলিতে বাঁধিতে-
প্রেমেতে রবেতে
কই।


“ধারা”


আহা! আজিকে মাদল বাঁজিল প্রনয়, দিকে রবে সৌরভে,
লাবন্যে কলি উল্লাস মাতে
যেন প্রেম অনু-
ভবে।
আরতি বহিতে হৃদয় ধারায় অঞ্জলি গায় গান,
মধুরিমা আজি রিম ঝিম ঝিম-
ফল্গুধারাতে
প্রাণ।
দিবানিশি রব করে'তে জাগিল, প্রভাতো আলোক প্রীতি,
লহরো বহিতে ডাগরো প্রেমেতে
আকাশ গাহিল
গীতি।
দিকে দিকে রব স্নিগ্ধ শীতল-কুপিত নাহিকো ধরা,
লুব্ধ নয়নো নির্ঝরে প্রাণ-
প্রেমেতে বহিতে
ধারা।
আহা! আজিকে মাদল বাঁজিল প্রনয়, দিকে রবে সৌরভে,
লাবন্যে কলি উল্লাস মাতে
যেন প্রেম অনু-
ভবে।


“টেলিট্রান্সপোর্টেশান”


কোয়ান্টাম এনটাংগেল মেকানিজাম;
মানুষকে কয়েক'শ ট্রিলিয়ান ভাগে ভাগ করে
কমপিউটারের ফোল্ডারের মধ্য ঢুকিয়ে রেখে দেবার ইচ্ছে আমার কিন্ত
বাধ সেঁধেছে কমপিউটার।
এখনকার কমপিউটারের যা ছিরি! তাতে করে
এত ডেটা প্রশেস করতেই কয়েক শো বছর লেগে যাবে।
দাঁড়াও আগে আমাকে সেই লেভেলের কমপিউটার টা বানাতে দাও,
তারপব কেউ বেশি বাড়াবাড়ি করলেই
একেবারে কমপিউটারের ফোল্ডারের ভেতর ঢুকিয়ে রেখে দেব।
কল্প কাহিনী নয়, একদম বাস্তব সত্য।
আশা করি শ'খানেক বছর পর তা সম্ভব হবে আর সেদিন,
শিলিগুড়ি থেকে লন্ডন বা মঙ্গল
নিমেষেই পৌছে যাব মানে;
টেলিট্রান্সপোর্টেশান।