ভাবছি কবিতার একটি আর্ন্তজাতিক definition (টাইপ সমস্যা) খুব দরকার হয়ে পরেছে সবাই বলেন রবি ঠাকুর ইংরেজিতে অনুবাদ করেছিলেন বলে নোবেল প্রাইজ পেয়েছিলেন অথচ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রান্সের একজন কবি যিনি ইংরেজিতে লেখেন নাই। যারা নোবেল সিলেকসন করেন তারা অত মূর্খ নন। যোগ্য ব্যাক্তিকেই দেন আর তা নিয়ে কোনোও কোন্দল বাঁধে না। আমরা বাঙ্গালীরা (umya type korte pari na) বলেই সান্তনা পাই ওনারা বাংলা জানেন না বা পাঠ করতে পারেন না ভেবে। এসব ভাবনায় বল রে বুল আমি কেন চিন্তা করি-তাইলে কি আমার পায়ে নোবেল দিবে গড়াগড়ি!