ঘুমকাতুরে ফুল বাবু রে-
ওঠ রে ঊষা ঘরের দ্বার
রূপের ডালি মিলিয়ে দিয়ে
ডাকছে রে ভাই বার বার।


ঘুমের দেশে সর্বনেশে
স্বপ্ন ভুবন অলীক তাহা
আজান দিয়ে নামাজ পড়ে
সকাল সকাল মাঙ রে দোয়া।


আজ আছি কাল নেই তো ধরা
শূন্য সকল আমার বিনে
কর্ম ফলেই জীবন গড়ে
ওঠ রে বাপু ঊষার বীণে।


রুদ্ধ দ্বারে নাই রে বাতি
তেলেসমাতি তেলতেলে
রবের প্রীতি দোয়ায় তার ওই
দুই জাহানেই মুক্তি মিলে।