গোপাল খুড়ো  মস্ত বড়ো বড়শি ফেলায় টানে
হ থিকে তার হাম্বা ডাকে সবাই প্রহর গোনে।
হাল নগদে বুঝলে বাপু চার পোয়া মোন ধান
সিদ্ধি কিবা বুদ্ধি বলো শিবের গাজন গান।
তালতলাতে আর জাবুনি জবর দিসে ধোঁকা
গোপাল ঘুড়োর গল্পে মজে দিন দুপুরেই বোকা।
চালের তিলে তেলেসমাতি গল্পে গোপাল খুড়ো
আবার করিস বেলচা মাটি চোখের থিকে দূর হ।
পাঁচুগোপাল রান্না তার ওই ব্যাঙের ঠ্যাঙের ঝোল
আজ কলিতে খুলবে খুড়ো সিঙি মাছের টোল।
রা করিতে রা রা রবে আসবে খুড়ো তেড়ে
যা তো হরি দ্যাখ না নেড়ে রান্না কেমন বেড়ে!!
হুঁশ তো গেছে খাদের কানি মরদ হলি বাপ
কাঁমড়ে দিবেই গোপাল খুড়ো বাসর খাবে সাপ।