Sanjay Karmakar
tlJ5upost7s3 hrn3o1egitd4w  ·
গাধা


কেউ বলে না গাধা
কী দিয়ে কী রাঁধা।
বাবু কলমচি
বৈচি ফুলের বিচি।
তরতরিয়ে চলে
আকাশ নভঃ জলে।
বলি হচ্ছে টা কী!!
নাকী নাকী-
সুর দিয়েছি বেধে
সারেগামা সেধে।


Sanjay Karmakar
3tM5arccSh1 1om8 ato 5m5:ma14e 10Pi4dM  ·
গুড়ে গুড়ে


উড়ু উড়ু শুনো গুরু, গুড়ে গুড়ে উড়ে মশা
দুই হাতে হাতিয়ারে তালি মারি সেই কষা।
তালু দুটো জ্বলে যায়
মশা নাহি মরে হায়!!
তাতা থৈ রঙ্গেতে, খুন দিতে হয় বাছা।