"হীরে মানিক ধন"


লেখাটি শ্রদ্ধেয় কবি শ্রী জগদীশ চন্দ্র মন্ডলের,"পোষাক হোক শালীন" কবিতায় মন্তব্য করতে গিয়ে লেখা। তাকে উৎসর্গ করেই লেখাটি প্রকাশ দিলাম।


Sanjay Karmakar
F1e9brhuarlSy a5 aotu 61r:12g PeMd7  ·

থাক না খোলা দেরাজ তাহার, হীরে মানিক ধন
দিব্যি দাদা দিন আর রাতি করছি আরাধন।
সে ধন পেলে একলা ফেলে কেল্লা হবে মাত
কেনই বাপু এসব কথায় বকছো ওদের ধ্যাৎ!!


থাকলে খোলা পাগলা ভোলা হয় রে দাদা মন
শীতল দিনে হলকা গরম হয় গো আগমন।
সে তাপ পেলে সকল ভুলে থাকতে দাদা পারি
কেনই তুমি বলছো এমন তোমার সাথে আঁড়ি।


বুকের দুটো ও গো দাদা ভাওয়েল তারে কয়
ওই তো গোড়া দারুন দাদা নয় কে করে ছয়।
আরটু নিচে নামতে ও রে ভীষণ লাগে ভালা
তুমি দাদা কেমন মানুষ বকছো এমন মেলা।


মেলার কথায় আসলো মনে রঙিন এসব সিন
মনটা দাদা উঠলো নেচে তাক ধিনা ধিন ধিন।
কাপড় চোপড় ছোটোই ভালো চোখের দাওয়াই তাই
তুমি বোধহয় হলেই বুড়ো দৃষ্টি ভালো নাই।