Sanjay Karmakar
26a2m5g pmhrsgud  ·
"হবি"


দীপ্ত দিবা পুবের আকাশ জীবন রণের প্রাঙ্গণে
মরণ থাবা মারবে যদি তাই ধনের ই সঙ্গ নে!
যা কিছু প্রাণ ভোগের তরে যেটুক ধরা জীবন রণ
বিত্ত জ্বালা জঠর ভরা রইবো বিলাস ভোগের সন।


যে যাই বলুক কিংবা ফুলুক লুচির মতন মান করি
নাই রে বালাই গড়বো প্রাসাদ মাতবো সুখে তার প'রি।
বিহঙ্গের ওই ডানায় মিলে আর রমণী নারীর হাত
ধরবো বুকে অনেক সুখে নির্ঝরের ওই প্রাণের প্রাত।


সম্ভোগেতে দারুন মেতে মাতিয়ে ঘোড়া ছুটবো বেগে
যাক না দীন গরিব যারা; যাক না ওরা অনেক রেগে।
পাল তোলা নাও ভাসিয়ে সাগর জীবন হবে সুখের গড়
মরলে কী আর রইবে কী আর; বিষয় নারী অতঃপর!!


তাই করি নে চিন্তা কী আর; মরণ সে নাই ধার ধরি
চিন্তা বিষয় আশয় নারী তার প'রে সুখ সেথায় মরি।
তোমরা যারা কবির দলে লিখতে চলো মানব গাথা
তার চরণে ধরার ধরণ দেখতে চলো তাদের ব্যথা।


মাই রে ও বাপ নাই কো চরণ চারন আমি নয় রে কবি
তাই ধরা রই সুখের নাগর; ধন আর বিলাস আমার হবি।