Sanjay Karmakar
1i866 phtmg2rosre4g5c  ·


লাটসাহেবের নাতির ছাওয়াল হনুর শোনো গাথা
বাঁদর জাতির পণ্য সে তার বলছি তার ঐ কথা।
ইতর ছিলো ভিতর ভিতর
মন্ত্রী হবে পণ ছিলো ওর,
বক ধার্মিক সাজলো রে তাই-শুনছে লোকের ব্যথা।


দু চার জনায় ভরলো ডানার খুঁদ দিলো খুব খেতে
মদের আসর বসায় বাসর-রোজ ওই দিনে রাতে।
পয়সা উড়ায় ফুলের ঝুড়ি
গরিব যারা দেয় খিঁচুরি,
অশ্রু ফেলায় মগর যেমন, সমাজ সেবায় মাতে।


পাক্কা বছর একটি ধরে, সাধলো সমাজ মনটি ভোরে
ভোট আসতেই দু কর জোড়ে-বেড়ায় ঘুরে দোরে দোরে।
ভোট পেয়ে সে মন্ত্রী মশায়
লাথ মারে সে জবর কষায়,
যা কিছু ধন বেকার গেছে-দেশ বেঁচে ধন কোঁচড় ভরে।


জনগনের শূন্য খাতা, দুখ জমে রোজ ভরায় পাতা
না পায় পানি না পায় রেশন-হাল হলো বেশ রক্ত মাখা।
হরির লুট হনুর রাজে
কইতে কথা তার ওই বাজে,
দেশ ও প্রবাস ঘুরছে বাঁদর-বনবনিয়ে ঘুরিয়ে পাখা।


চাকরি গেলো বাকরি গেলো গরিব যারা চুবন খেলো
রাজনীতির ওই আঙিনাতেই-রোজই এমন হচ্ছে কেলো।
চা এর দোকান বদলে জাহাজ
চিন্তা কিছু নাই রে ও আজ,
ইতর তার ঐ ভিতর কালা, বিদঘুটে সব চিন্তা গুলো।