কাঁদছো কেনেই বুড়ো খোকা আশাই ভাসায় সবই
মান কোরোনা আশার বিনে লিখতে থাকো কবি।
দায় দুঃখ করে মূর্খ জ্ঞানীর যে নাই দুখ
রঙিন ধরা দেখতে চলো আঁকতে চলো ছবি।


জীবন তো এক ফানুস কেবল দু-দিনের ওই বাস
তার ওই মাঝে বইছে কতই-মানুষ গো হয় দাস।
বিত্ত বিলাস আর অভিলাষ কাম ক্রোধ আর রতি
সবই মিলায় কালের গতি সব ওই করে গ্রাস।


তাই করি নে দুঃখ আমায় ভাসায় নাকো বুক
উজ্জীবিতায় রই গো সদাই এক সাগরের সুখ।
পেলাম যাহা গোলাম তারি পাই নি যাহা নাই
নাই হাহাকার কিংবা বিকার নাই কো খানিক দুখ।


তাই নাই সুতো কাটা নাই কোনো বাসনা
বাধাধরা রীতি নাই কবিতাই এষণা।
অনুভব আর ভব বন্দনা গাথা গাই
কবি সবে বরেণ্য পাই হেথা প্রেরণা।


লেখাটি প্রিয় কবি গোপাল চন্দ্র সরকার মহাশয়ের আজ প্রকাশিত কবিতা, "দুর্গতি-৫" কবিতার কমেন্ট দিতে গিয়ে লেখা। লেখাটি প্রিয় কবির প্রতি উৎসর্গ করিলাম।