Sanjay Karmakar
4 mins  ·


জীবন নদীর চলার বাঁকে
              কূল ভাঙে তার একটি ধার
প্রাপ্তি হেথায় এক কূল তার;
               আর এক কূল হারাবার।


দুই কূলে দুই ফসল মিলে  
               মিঠাস এবং তেতো
এই তো বিধির নিয়ম হেথায়
              তার ঈশারায় শতো।


সময় কালে ধারায় বহে
               চক্র তার ওই পাক
সময় হলে নেন যে কোলে
               নাই কোনো রাখ ঢাক।


উল্লাসের ওই বান বয়ে যায়
                প্রাপ্তি যখন মিলে
গরল ছোবল মারলে জীবন
                গাল টেপানির ফোলে।


শৈশবের ওই মধুর আঁখি
                  মায়ের ছত্র ছায়
যৌবনে প্রেম বাতাস যে বয়
                  চৌদিশাতে তায়।


যে জন অতি সাধন তাহার
                   উভয় কূলেই রাজ
নাই তো গরল তার সে জীবন
                     মধুর ধরা সাজ।


(ফুড পয়জনিং এ ভুগছি গতকাল থেকে, প্রবল ডায়ারিয়া, প্রচন্ড মাথাব্যথা, শরীরে খিচ ইত্যাদি নানান উপসর্গ। তার মাঝেই যতক্ষণ পারবো চেষ্টা করবো, হয়তো সকলের লেখায় আজ যাওয়া হয়ে উঠবে না , ধন্যবাদ আর শুভকামনা। )