ভবসাগরে রঙ্গনাতে রণভুমি চারনাতে-
             দুখ সুখ সঙ্গ-
       জীবনানন্দে-ভাবা বেগে-
                আনন্দ -


   হে ভুম মাতা-অক্ষমতা দীন হেতু-
             তুহি বিধাতা-
            দেবদাস মোর -
                 অঙ্গ।


তুহি সখী তুহি বল-সম্বল প্রাণ ধরণী তলে-
      বিনাশীতে কাল -অঙ্গান মন -
           জীবন কাকলিত-
                 রঙ্গ।


    তুহি সুখপ্রাণ মতি তারণেতে-
ফেনায়িত ধুম্র আলোকোজ্যোতি কায়-
           মন সম্পদোবীণ-


   তুহি শ্রুভ্র অতিকায় বলপ্রাণ মতি
      নম্র আনন্দজ্যোতিবলয়েতে-
        ধরো ধরো প্রাণশীখা-
              প্রজ্জলিত।


ভবসাগরে রঙ্গনাতে রণভুমি চারণাতে-
            দুখ সুখ সঙ্গ-
        জীবনানন্দে-ভাবাবেগে-
                আনন্দ।


   হে ভুম মাতা-অক্ষমতা দীন হেতু-
             তুহি বিধাতা-
            দেবদাস মোর -
                  অঙ্গ।