Sanjay Karmakar


  · JttufS29pl35scn70t5t2st n29oaw  ·


গায়ত্রী পাল


কেন নেভে না এই জীবনদীপ?
নিকশ আঁধার দেখি চারিদিক।
আশার আলোর একটি কিরণও নাই।
কেন যে শ্বাস নিই
উত্তর খুঁজে না পাই।
ডুবন্ত সূর্যের চোখে চোখ রেখে
প্রশ্ন্ব করি আমি নিজেকে।
কোথা ছিল মোর ভুল
এ দেহ তো নিষ্পাপ এক ফুল।
তবু রইল ধুলায় পড়ে।
অবহেলায় অনাদরে।
নেই আজ আর কোন অভিযোগ
কারো প্রতি।
আমি যেন করতে পারি
সকলকেই ক্ষমা।
যতো আছে মোর গুরুজন
অতি নিষ্ঠুর মনা।
আমার মন যেন হয় ঘৃণাশূণ্য।
আমার অন্তর যেন হয়
প্রভু, তোমার ভক্তিতে পূর্ণ।
সময়ের ঘূর্ণীতে
আমি ডুবছি অবিরত।
না জানি আমি দেখবো
কষ্ট আরও কতো।
আমি মিশে যেতে চাই পরমাত্মায়
অধীর আগ্রহে করি মৃত্যুর অভিলাষ।
বলো প্রভু, কবে মেটাবে
মোর এই আশ?


সঞ্জয় কর্মকার


এই খুকি তোরা কী হলো রে মরতে কেনেই আশ
তুই কী আমায় দুঃখ রে বোন দিতেই বুঝি চাস।
জীবন পাড়ায় পা দিলি তুই সদ্য ফোটা কলি
হটাত কেনই বল তো আমায় হতাশ কেনেই হলি।
জীবন তো রে দুই পলের ঐ হুস করে হয় পার
খুব বুঝেছি শক্ত হ বোন বলছি রে বার বার।


গায়ত্রী পাল


আমার প্রণাম নেবেন স্যার। ভাল থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন শ্রদ্ধেয় কবিজী।


সঞ্জয় কর্মকার


দুখের পাহাড় তার আড়ালে সুখের ছোটে বান
যেমন গভীর রাত্রি শেষে আলোকের ওই স্নান।
সৌর কিরণ সেও কী সে আর, দিবস গেলেই কালো
গ্রাস করে রাত তারায় আকাশ জোনাক জ্বালে আলো।
তুই তো খুকি সেই দিনে হাত, পায়েই চলেছিলি
হুস করে পার হলো সে দিন বড়ই হয়ে গেলি।
যৌবনের এই মধুর ধারা সেও কী রবে সাথ
হুস করে পার হয়ে গেলেই বুড়ি হলেই কাত।
সেদিন ও রে ডাকিস তারে সময় অনেক আছে
এমন কথা না মামনি কইবি না মোর কাছে।