ধন ধান্য প্রাচুর্যতা, প্রাপ্তি যাদের আকাশ ছোঁয়া
মগ্ন তারা অহং বোধে হৃদ সাগরে নাই রে দয়া।
নগ্ন যারা ধনের খাতায় হাল হকিকত বাস্তবেতে
তারাই তো রয় হৃদয় কমল ঈশ্বরেতে অন্তরেতে।


আর্ত করুণ জগৎ সদাই সহায় শুধুই জগৎপতি
আস্থা তথায় গগন চুমে অমোঘ তথায় রবের প্রীতি।
জগৎ বিধায় সমাজ গড়া বিষমতার বিষ গরলে
এক আকাশে রবির কিরণ আর তো আকাশ আঁধার তলে।


আস্তাকুরে আর ভাগারে দৈন্যতার ঐ কবল তারি
এক কোণে তার পশুর আহার আর একে তার-মানুষ ভারি।
সইতে নারি কেমন তারি জগৎপতির ধন্য ধরা!!
বিত্ত বিলাস এক জাহানে আর এক জাহা জহর ভরা।


তুই তো কানু কানাই ওরে মহানতার ধ্বজাধারী
কোন সে বিবেক গড়লি এমন বলতে পারিস গিরিধারী?
তোর জাহানে মুক্তি নীড়ে সাজ কি ওরে এমনটাই!!
ভক্তি করি কোন সে কারণ?? আজকে আমি জবাব চাই।


লেখাটি প্রিয় কবি,"সুপ্রতীক সেন" মহাশয়ের প্রতি উৎসর্গ করিলাম। বস্তুতঃ লেখাটি তার লেখা কবিতার কমেন্ট দিতে গিয়েই কমেন্ট বক্সে লিখেছিলাম।