Sanjay Karmakar
  ·trdpoSneos01e:fs14aM iicec08 tdct 0c00yiflaaYuc0944r8tAh41i5 ·


কাঁদো বাঙালি কাঁদো; আজ যে কাঁদার দিন
আজ বিষাদ এবং তমায় ভরা, হৃদয় সংজ্ঞা-হীন।
যুগ কালের ওই শ্রেষ্ঠ পুরুষ মুক্তি দিলেন যিনি
যার কাছে জাত-জাতির ধরা; স্বাধীনতার ঋণ ই।
হয় নি মরণ, মৃত্যু কী আর! হয় নি প্রয়াণ তার
অমর তিনি মৃত্যু বিহীন, হৃদয় তাহার দ্বার।
বিষাদ আজি আকাশ ছোঁয়া, অশ্রু সজল চোখ
আজ দিনেতে পেলেন তিনি অমরতার লোক।
রইল না তার তর্জনীর ওই, অভয় তার ঐ ছায়
মন যে আজি বান ডেকে যায় বিষাদময়তায়।
বসুন্ধরার কোণায় কোণায়, দীপ্তি তার ওই রণ
বাংলা তোমার চরণ চুমে, গায় যে তোমার গান।
কাঁদো বাঙালি কাঁদো; আজ যে কাঁদার দিন
আজ বিষাদ এবং তমায় ভরা, হৃদয় সংজ্ঞা-হীন।