কালে কালে কত রঙ রাঙাবে এ দুনিয়া
ভেবে ভেবে সারা হই দিন যাই গুনিয়া।
ফোর জি ফাইভ জি-জি এর ওই ঘাতে প্রাণ
কত যায় মোবাইলে পথে ঘাটে লহু দান।
গতির এই দুনিয়াতে এঁচো্ড়েতে পাকে আম
রুমালেতে তন ঢাকা মানবিক দাম কম।
দাদা বৌ বৌদিরা জিনস ও টপ তার
বটমেতে খাটো খাটো মোহময়ী তনয়ার।
পরকীয়া বৈধতা স্বামী নামী নামেতেই
মেতে রয় সমাজেতে পরকীয়া খেলাতেই।
গৃহ আজি গৃহ হারা ফ্লাট তারি কালচারে
বৈরীতা খেলা করে নানা রঙ উপাচারে।
কত শত আছে আরো পরে হবে আর দিন
কহিলেও দিবারাতি শোধ নাহি হবে ঋণ।