আমার মাছি কানা মাছি
শুধুই ভোঁ ভোঁ করে
কান ভেবে সে নাকের ডগায়
নৃত্য শুরু করে।


সুড়সুড়িতে যেই না রেগে
মাছির উপর বাড়ি
যেই না দিছি নাকটা ফেটে
রক্ত ছড়াছড়ি।


নাকটা নিয়ে যেই না গেলাম
হাসপাতালের দোরে
কানামাছি ভনভনিয়ে
জানান দিল তারে।


নাক তো দিদি আগেই গেছে
কানেও দিলাম সেই
এমন গাধা কোথায় পাবেন!!
সজল চোখে কই।


(লেখাটি প্রিয় কবি শম্পা ঘোষ মহাশয়ার আসরে প্রকাশিত কবিতা, "মাছি বিভ্রাট" কবিতার উত্তরে কমেন্ট দিতে গিয়ে লিখেছিলাম। লেখাটি আমার খুবই ভালো লাগায় তার প্রতি উৎসর্গ করে লেখাটি প্রকাশ দিলাম)