(দেয়াল ছাড়া অংশটুকু যৌথ)


হুলো বেড়াল ছানা
দুইটি চোখ ই কানা,
রান্না ঘরে উঁকি দিয়ে
খুঁজতে ছিলো খানা।
মাছ সে খেলো চুক চুকিয়ে
খবর গেলো ঘানা।


                              খবর পেয়ে ঘানা থেকে
                              ছুটে এলো মাসি-
                              সংগে দু'জন দাসি!
                              বললো-'আমি মনের দুখে
                              ছিলাম পরবাসী'
                              ঠোঁটে রেখে হাসি
                              আবার বলে-'এখন থেকে
                              থাকবো পাশাপাশি
                              গয়া এবং কাশি!'


খবর ছিল বাসি
তার উপড়ে মাছি
মাসির দোষে কানার হলো
সাত দিনের ওই ফাঁসি।


ফাঁসির মাঠে গোল
বাজলো কাঁসর ঢোল
সেদিন থেকে অমর হলো
"কানাহুলা" বোল।


প্রিয় কবি শ.ম. শহীদ সৌজন্যে