(I)


আমার মাছি কানা মাছি
শুধুই ভোঁ ভোঁ করে
কান ভেবে সে নাকের ডগায়
নৃত্য শুরু করে।


সুড়সুড়িতে যেই না রেগে
মাছির উপর বাড়ি
যেই না দিছি নাকটা ফেটে
রক্ত ছড়াছড়ি।


নাকটা নিয়ে যেই না গেলাম
হাসপাতালের দোরে
কানামাছি ভনভনিয়ে
জানান দিল তারে।


নাক তো দিদি আগেই গেছে
কানেও দিলাম সেই
এমন গাধা কোথায় পাবেন!!
সজল চোখে কই।


(II)


তার পরি রাত, নাক আর কানে
হাসপাতালের বেডে,
মাছি কি আর জ্বালায় মোরে!!
হুল ফুটায় ডাক্তারে।


লম্বা ইয়া সুঁই এর ডগা
হাত আর পায়ে দেয়,
কইবো কি আর দুখের কথা
কান্না আমার পায়।


নাকে নরুন চালায় বলে
সেলাই দিতি হবো
মাছির সাথি লড়াই আমার
জীবন এবার যাবো।


ঊ মা-রে- উ রে বাবা
নাই কি দয়া মায়া!!
মরছি আমি সুঁই এর ঘাতে;
(আমার জন্য কবির দলে)
মাঙুন একটু দোয়া।