Sanjay Karmakar
  · 18 hrs  ·


নির্জনে আঁখিপাতে
নীরালাতে মন মেতে
ছায়া নীড়ে সৈকতে
অশান্ত জলধি।
গর্জনে গরবেতে
ভেঙে পড়ে তট তাতে
যেন মন মৌতাতে
মনোহরা অম্বুধি।


ফেনারাশি পুঞ্জিত
অনুরাগে রঞ্জিত
শত বেগ মন্ডিত
কলো কলো জলোরাশি।
হাসি আর কান্নাতে
জোয়ার ও ভাটা মেতে
তরঙ্গে উছলিত
ঊর্মি সে শত শত
আজি মন স্রোতে ভাসি।


মহাকাল মহা স্রোতে
নানাবিধ হৃদ ক্ষতে
আলাপে ও প্রলাপেতে
আনন্দ বিলাপেতে
ক্ষণ কাল সুখ পেতে
কাঁথির ওই আঙিনায়।
দূরে জলে আঁখি চায়
অনুভবে আসে যায়
ভ্রান্তি ও অন্যায়
ক্লেদ তারি বন্যায়
জীবনের অধ্যায়।


পরিহারে পরিকারে
সুখ দিতে ধরা তারে
পূতি আর কটু নয়।