কেউ কেউ কাদা ঘাটে কালিময় চেহারাতে
কেউ কেউ কাদা ঘাটে বচনেতে মহিমাতে।
কেউ কেউ চুরি করে দিনে কিবা রাতিতে
কেউ কেউ চুরি করে কাম আর রতিতে।
কেউ কেউ খানা খায় থাল নাই পাতাতেই
কেউ কেউ পানি দেয় থাবা মারে ভাতেতেই।
কেউ কেউ সমাজেতে বিধানেতে নিচু জাতি
কেউ কেউ উঁচু অতি করে চলে বজ্জাতি।
কেউ কেউ মাছ ধরে জীবনের জীবিকায়
কেউ কেউ ধরে মাছ সবেতেই ঘুষ খায়।
কেউ কেউ লেখাপড়া নাই তারি সম্বল
কেউ কেউ পড়া শিখে ডাকাতিতে করে খল।
কেউ কেউ চাল চুলা-নাই কানাকড়ি তার
কেউ কেউ ধনী অতি মানবতা মানে হার।


কেউ কেউ কেউ কেউ, হয় যদি সজ্জন
সুবাসেতে ভরে দিক-ধরা হবে উজ্জ্বল।