Sanjay Karmakar
3m23S o5uni3521o10dhrsu  ·
"খাওয়া খাওয়ি"


পিপীলিকা নই মোরা চাহিদার শেষ নাই
পিপীলিকা পিপীলিকা ভাই ভাই তাই নাই।  
মানুষেরা সোনা খায়,হীরে খায়; গহণাও ভরি ভরি
বিষয় ও ধন খায় যার আছে ভুঁড়ি ভুঁড়ি।


তেলতেলে ছিলছিলে যত যার পাখনা
সেই বেশি খায় ওগো লাট বাট চাকনা।
গাড়ি খায় নারী খায়; ভিটে মাটি তাও ভালো
হীরে মোতি খেয়ে নেয়ে তারা বেশ জমকালো।


তারা খায়, খায় খায় বেশ খায় রক্ত
গরিবেরে বেটে খেতে-অতি তারা ভক্ত।
খাওয়া খাওয়ি ছোঁয়া ছুঁয়ি বুড়ি ছোঁওয়া খেলাতে
মেতে তারা থাকে দিনে, রাত আর বেরাতে।


হাতি ঘোড়া তাও খায়, পেট পটু বেশ তারা
হানাহানি করে খেতে বেশ তারা মাতোয়ারা।
মা-কে খায় জরাকালে আশ্রমে দেয় ফেলে
বাপে পাপে খালে ফেলে খায় তারা বেশ ডলে।


আমি খাই তুমি খাও খাচ্ছি তো রোজ ই ভাই
পিপীলিকা নই মোরা চাহিদার শেষ নাই।